April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 13th, 2021, 8:03 pm

অক্টোবরে পেছানো হলো ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড’

নিজস্ব প্রতিবেদক :

করোনা মহামারির কারণে পিছিয়ে গেল ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড-২০২০’-এর পূর্বনির্ধারিত সূচি। এটি হওয়ার কথা ছিল চলতি বছরের ২৮ সেপ্টেম্বর। কিন্তু এই তারিখ বাতিল ঘোষণা করে অক্টোবরে পেছানো হলো আয়োজনটি। বিএনএস লিমিটেডের আয়োজনে যুক্তরাষ্ট্র জ্যামাইকার ইয়র্ক কলেজ হলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান।২০১৬ সালের পর থেকে প্রতিবছরই এ অনুষ্ঠানটি আয়োজন করে থাকেন আমেরিকা প্রবাসী আজগর হোসেন খান বাবু। বাংলাদেশের সংস্কৃতিকে যুক্তরাষ্ট্রে তুলে ধরতে ঢালিউডের প্রায় অর্ধশত সিনে তারকা ও শিল্পী এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবেন এবারও। এবারের আসরে আরও অংশ নেবেন ঢাকা মিডিয়া ক্লাব লিমিটেড ও বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) সভাপতি সাংস্কৃতিক সংগঠক অভি চৌধুরী ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ)-এর সাধারণ সম্পাদক দুলাল খান। বাংলাদেশে এ আয়োজনের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনির্মাতা ও বঙ্গবন্ধু গবেষক রফিকুল ইসলাম বুলবুল। তিনিই পুরো আয়োজন পিছিয়ে নেওয়ার বিষয়ে নিশ্চিত করেন।