April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 7th, 2021, 1:29 pm

আফগানিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন মোল্লা হাসান

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানে প্রধানমন্ত্রীর দায়িত্বে আসতে পারেন অপেক্ষাকৃত কম পরিচিত নেতা মোল্লা হাসান আখুন্দ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শীর্ষ তালেবান নেতাদের দ্বন্দ্বের কারণে তাকে প্রধানমন্ত্রী করা হতে পারে।

২০০১ সালের আগে ক্ষমতায় থাকা তালেবান সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন মোল্লা বারাদার ও মোল্লা ইয়াকুব। আর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্ব পেতে পারে হাক্কানি গ্রুপ।

এদিকে, তালেবানের ক্ষমতা দখলের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশটির শিক্ষা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাসরুমের মাঝখানে পর্দা দিয়ে ভাগ করে পুরুষ ও নারী শিক্ষার্থীদের আলাদা করার ব্যবস্থা নেয়া হয়েছে।

সোমবার পাঞ্জশির পুরোপুরি দখলের মাধ্যমে আফগানিস্তানের ৩৪ টি প্রদেশেই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে তালেবান। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করা হবে বলেও জানিয়েছে সংগঠনটি।