April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 9th, 2021, 8:19 pm

ইউএস ওপেনের সেমিফাইনালে লাইলাহ

অনলাইন ডেস্ক:

নিজের খেলার প্রতি তার অগাধ বিশ্বাস। প্রতিপক্ষ কে, সে ব্যাপারে খুব একটা মাথা ঘামান না। তাই খেলেন ভয়ডরহীন হয়ে। এভাবেই ইউএস ওপেনের সেমিফাইনালে চলে গেছেন লাইলাহ ফার্নান্দেজ। নারী এককে বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে বিদায় করে চমক দেখিয়েছিলেন কানাডার ১৯ বছর বয়সি এই তরুণী। সেটা যে ক্ষণিকের জন্য নয়, তা বুঝিয়ে দিলেন কোয়ার্টার ফাইনালে পাঁচ নম্বর বাছাই ইউক্রেনের এলিনা সভিটোলিনাকে ৬-৩, ৩-৬, ৭-৬ (৭-৫) গেমে হারিয়ে। ফ্লাশিং মিডোয় তৃতীয় সেটে ৫-২ গেমে এগিয়ে থাকলেও পরে পিছিয়ে পড়েন লাইলাহ। তবে টাইব্রেকারে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে জয় তুলে নেন তিনি। ম্যাচ শেষে লাইলাহ বলেন, ‘সত্যি বলতে আমার কোনো ধারণাই নেই এখন আমি কেমন বোধ করছি। পুরো ম্যাচ জুড়ে নার্ভাস ছিলাম। সভিটোলিনার সঙ্গে লড়াই করে সম্মানিত বোধ করছি। আমি শুধু নিজেকে বলছিলাম প্রতিটা পয়েন্টের জন্য খেলো, তা করতে পারায় আমি খুশি।’ সেমিফাইনালে লাইলাহর প্রতিপক্ষ দ্বিতীয় বাছাই আরিনা সাবালেঙ্কা। কোয়ার্টার ফাইনালে ফ্রেঞ্চ ওপেন জয়ী বারবোরা ক্রেচিকোভাকে ৬-১, ৬-৪ গেমে উড়িয়ে দিয়েছেন এই বেলারুশ কন্যা। এদিকে, পুরুষ এককে সেমিফাইনালে পৌঁছেছেন দ্বিতীয় বাছাই দানিল মেদভেদেভ। কোয়ার্টার ফাইনালে ডাচ খেলোয়াড় বটিক ফন ডি জ্যান্ডশালপকে ৬-৩, ৬-০, ৪-৬, ৭-৫ গেমে হারান তিনি। সেমিফাইনালে তার প্রতিপক্ষ কানাডার ফেলিক্স অগার আলিয়াসিমে।