March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 30th, 2021, 1:34 pm

ইউরোর শেষ আটে কে কার মুখোমুখি?

অনলাইন ডেস্ক :

শেষ হয়ে গেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর লড়াই। এই পর্বে বিদায় নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল, শক্তিশালী জার্মানিসহ বড় কয়েকটি দল। একইভাবে রোমাঞ্চে ভাসিয়েছে সুইজারল্যান্ড-ইংল্যান্ডের মতো দলগুলো। সবমিলিয়ে দারুণ উপভোগ্য হয়েছে শেষ ষোলোর লড়াই।

শেষ ষোলো শেষে এবার চূড়ান্ত হলো শেষ আটের লাইনআপ। কোয়ার্টার ফাইনালে উঠেছে ইতালি, ডেনমার্ক, চেক রিপাবলিক, বেলজিয়াম, স্পেন, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও ইউক্রেন।

আগামী শুক্রবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালে। প্রথম কোয়ার্টারে বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও স্পেন।

এর মধ্যে এই পর্বের সবচেয়ে আকর্ষণীয় হতে যাচ্ছে বেলজিয়াম ও ইতালির মধ্যকার লড়াই। শুক্রবারই রাত ১টায় ইতালির বিপক্ষে লড়বে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম।

তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় চেক রিপাবলিকের মুখোমুখি হবে ডেনমার্ক। আরেক ম্যাচে রাত ১টায় লড়বে ইংল্যান্ড ও ইউক্রেন।

কোয়ার্টার-ফাইনালের লড়াই:

সুইজারল্যান্ড-স্পেন
বেলজিয়াম-ইতালি
চেক রিপাবলিক-ডেনমার্ক
ইংল্যান্ড- ইউক্রেন