March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 12th, 2021, 7:41 pm

ইরফান-সাবার প্রেম-বিরহের গল্প

অনলাইন ডেস্ক :

গ্রামে বিশাল জমিদার বাড়ির কর্তা হরিপদ বাবু। তার এক মেয়ে, দুই ছেলে। সবাই এখন শহরেই থাকে। হরিপদ বাবুর খুব ইচ্ছে, এবার পূজায় সবাই তার কাছে আসবে। দুই ছেলে, বড় ছেলের স্ত্রী ও বাচ্চা আসে। কিন্তু এবার তাদের আদিখ্যেতা যেন অন্যরকম। বাবার প্রতি অতিরিক্ত ভালোবাসায় হরিপদ বাবু মুগ্ধ। এর মধ্যে ছোট মেয়ে মৃনালীও আসে। তার আবার পছন্দ এই গ্রামেরই ঢাকির ছেলে ধ্রুবকে। কিন্তু হরিপদ বাবু কোনোভাবেই এ সম্পর্ক মেনে নিতে নারাজ। তাই মেয়েকে একরকম জোর করেই শহরে পাঠিয়ে ছিলেন। সবাই পূজার আয়োজন নিয়ে ব্যস্ত। এরই মাঝে এক রাতে চুরি হয় দেবীর জন্য কেনা দামী গহনা। সেই গহনা পাওয়া যায় ছোট ছেলের ঘরে। ছোট ছেলে বাবাকে বার বার বোঝাতে চেষ্টা করে যে গহনা সে চুরি করেনি। এ ঘটনায় সবচেয়ে অবাক হয় বড় ছেলে আর তার স্ত্রী। তারা এবার এসেছিল যেন বাবার সম্পত্তি ওদের নামে লিখে দেয়। দেবীর ইচ্ছায় বিসর্জনের আগের দিন হরিপদ ঠিকই জেনে যায়, তার বড় ছেলের বউয়ের কীর্তি। এর মধ্যে হরিপদর নাতিকে পুকুরে ডুবে যাওয়া থেকে বাঁচায় ধ্রুব। অনেক নাটকীয়তার মধ্য দিয়ে ছোট মেয়ে মৃনালীর জন্য ধ্রুবকে মেনে নেয় হরিপদ। চরদিকে ঢাকের বাদ্য বেজে উঠে। হেসে উঠে শরতের আকাশ-বাতাস। এমন গল্প নিয়ে গড়ে উঠেছে একক নাটক ‘এবার পূজায়’। এটি রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। এতে ধ্রুব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ আর মৃনালী চরিত্রে দেখা যাবে সারিকা সাবাকে। এছাড়াও অভিনয় করেছেন মোহাম্মদ বারী, ফরহাদ লিমন, তন্ময় তানিয়া, অর্ণব অন্তু প্রমুখ। আগামী ১৫ অক্টোবর রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে নাটকটি।