April 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 27th, 2021, 8:54 pm

উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন জর্জিনিয়ো

অনলাইন ডেস্ক :

ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানোর দারুণ এক স্বীকৃতি পেলেন জর্জিনিয়ো। উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন চেলসির এই ইটালিয়ান মিডফিল্ডার। মেয়েদের বর্ষসেরা বার্সেলোনার আলেক্সিয়া পুতেয়াস। ইস্তানবুলে বৃহস্পতিবার রাতে হওয়া চ্যাম্পিয়ন্স লিগের ২০২১-২২ মৌসুমের ড্র অনুষ্ঠানে উয়েফা বর্ষসেরাদের নাম ঘোষণা করা হয়। ইউরো-২০২০-এ খেলা ২৪ দেশের জাতীয় দলের কোচ, ২০২০-২১ চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে খেলা দলগুলোর কোচ এবং ইউরোপের ৫৫ জন ক্রীড়া সাংবাদিকের (উয়েফার প্রতিটি সদস্য দেশের একজন করে) ভোটে বর্ষসেরা নির্বাচন করা হয়। বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে বেশিরভাগ সময় আক্রমণভাগের খেলোয়াড়দের আধিপত্য থাকলেও এবার সংক্ষিপ্ত তালিকার তিন জনই ছিলেন মিডফিল্ডার। সেই তিন জনের মধ্যে জর্জিনিয়োই ছিলেন ফেবারিট। তা মিলে গেছে চূড়ান্ত ফলাফলেও। তার মোট পয়েন্ট ১৭৫। ১৬৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয় ম্যানচেস্টার সিটির কেভিন ডে ব্রুইনে। জর্জিনিয়োর চেলসি সতীর্থ এনগোলো কঁতে পান ১৬০ পয়েন্ট। ১৪৮ পয়েন্ট নিয়ে তালিকার চারে লিওনেল মেসি। নবম স্থানে থাকা ক্রিস্তিয়ানো রোনালদোর পয়েন্ট ১৬। প্রথমবার সংক্ষিপ্ত তালিকাতে এসেই বাজিমাত করলেন জর্জিনিয়ো। গত বছরের শেষভাগে ভুগতে থাকা চেলসির পরে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ানোয় তার ভূমিকা ছিল অসাধারণ। টমাস টুখেলের কোচিংয়ে পাল্টে যাওয়া দল প্রিমিয়ার লিগ শেষ করে শীর্ষ চারে থেকে। পরে চমক জাগিয়ে সিটিকে হারিয়ে জিতে নেয় ইউরোপ সেরার ট্রফি। জাতীয় দলের হয়েও দারুণ সাফল্য পান জর্জিনিয়ো। গত জুন-জুলাইয়ে উরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ইতালি, সেখানেও মাঝমাঠে তার নেতৃত্ব তুমুল প্রশংসিত হয়। ক্লাবে ফিরে এরইমধ্যে আরেকটি শিরোপার স্বাদ পেয়ে গেছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। এ মাসের শুরুতেই চেলসি জিতেছে উয়েফা সুপার কাপ। ধুঁকতে থাকা চেলসির দায়িত্ব নিয়ে ক্লাবকে ইউরোপ সেরা করার স্বীকৃতি হিসেবে বর্ষসেরা কোচের খেতাব পেয়েছেন টমাস টুখেল। এখানে তার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন ম্যানচেস্টার সিটিকে লিগ জেতানো পেপ গুয়ার্দিওলা ও ইতালির ইউরো জয়ের নেপথ্যের নায়ক রবের্তো মানচিনি। মেয়েদের ফুটবলে বর্ষসেরা কোচ বার্সেলোনার লুইস কর্তেস। চ্যাম্পিয়ন্স লিগের বিভিন্ন পজিশনে সেরাদের নামও ঘোষণা করা হয় এই আয়োজনে। গত মৌসুমে চেলসির সাফল্যের কারিগরদের একজন এনগোলো কঁতে জিতে নেন বর্ষসেরা মিডফিল্ডারের খেতাব। তার সতীর্থ এদুয়াঁ মঁদি পান সেরা গোলরক্ষকের পুরস্কার। বর্ষসেরা ডিফেন্ডার ম্যানচেস্টার সিটির রুবেন দিয়াস, সেরা ফরোয়ার্ড বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হলান্ড।