April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 29th, 2021, 8:05 pm

ঐক্যের ডাক দিলেন আল্লেগ্রি

অনলাইন  ডেস্ক :

ক্রিস্তিয়ানো রোনালদোকে হারিয়ে পথচলার শুরুটা একদম ভালো হয়নি ইউভেন্তুসের। সেরি আয় হারতে হয়েছে নবাগত এম্পোলির বিপক্ষে। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পর্তুগিজ ফরোয়ার্ডের চলে যাওয়া নিয়ে দলকে ভাবতে মানা করলেন কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। দলগত প্রচেষ্টায় ধাক্কা সামাল দেওয়ার তাগিদ ইটালিয়ান কোচের। তুরিনের দলটি ছেড়ে শুক্রবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেন রোনালদো। পর দিন শনিবার আলিয়াঞ্জ স্টেডিয়ামে মৌসুমের দ্বিতীয় লিগ ম্যাচে এম্পোলির বিপক্ষে ১-০ গোলে হেরে বসে ইউভেন্তুস। ম্যাচে পরিষ্কার কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা। দল খারাপ খেলায় হতাশা আছে আল্লেগ্রির। কিন্তু রোনালদোকে নিয়ে ভাবার সময় এটা নয় বলে ম্যাচ শেষে ডিএজেডএনকে জানান তিনি। “ক্রিস্তিয়ানো ইউভেন্তুসে তিন বছর কাটিয়েছে, গোল করেছে, যে কাজে সে সবচেয়ে ভালো। সে অসাধারণ খেলোয়াড়, তবে এখন আর আমরা রোনালদোকে নিয়ে ভাবতে পারি না।” “আমার দারুণ একটা দল আছে। তবে আমাদের বুঝতে হবে যে সব ম্যাচেই আমরা আধিপত্য করতে পারব না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, যা ভবিষ্যতে আমাদের কাজে দেবে।” চলতি লিগে প্রথম ম্যাচেও পয়েন্ট হারিয়েছিল ইউভেন্তুস; উদিনেজের বিপক্ষে করেছিল ২-২ ড্র। “আমাদের কাজ করতে হবে, তবে এই দুই হোঁচট স্বাভাবিকভাবেই আমাদের ভালো করতে উৎসাহ দেবে। দলটা শক্তিশালী ও মানসম্পন্ন, ধীরে ধীরে তা ফুটে উঠবে।” ম্যাচে এম্পোলি গোলরক্ষককে পরীক্ষা দিতে হয়েছিল কেবল একবার। শুরুর দিকে ফেদেরিকো চিয়েসার শট ফিরিয়ে দেন সফরকারী গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে কোনো চ্যালেঞ্জের মুখে পড়তেই হয়নি তাকে। প্রথমার্ধে এম্পোলির জয়সূচক গোলটি করেন অধিনায়ক লিওনার্দো মানকুসো। বিবর্ণ পারফরম্যান্সে সমতা টানার কোনো সুযোগ তৈরি করতে পারেনি সেরি আর রেকর্ড চ্যাম্পিয়নরা।