April 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 5th, 2021, 1:28 pm

করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জেলায় ১২০ জনের মৃত্যু

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনাসহ ১৭ জেলায় ১২০ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে মারা গেছে ১৮ জন। এদের মধ্যে রাজশাহীর ৯ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, পাবনায় একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৫ জন করোনায়, ১২ জন করোনা উপসর্গ এবং একজন নেগেটিভ হয়ে মারা গেছেন। রাজশাহীতে শনাক্তের হার ৩৪ দশমিক শূন্য ৯ শতাংশ।

খুলনা মেডিক্যালসহ চারটি হাসপাতালে করোনায় ১৭ জন মারা গেছে। এর মধ্যে ১০ জন আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন।

অন্যদিকে, কুষ্টিয়ায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪ জন করোনায় এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। জেলায় শনাক্তের হার ৩০ দশমিক তিন শূণ্য শতাংশ। ময়মনসিংহে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছে।

এছাড়া, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চট্টগ্রাম (৫ জন), ফরিদপুর (করোনায় ৩ জন এবং উপসর্গ নিয়ে ৯ জন ), সাতক্ষীরা (উপসর্গ নিয়ে ৮), চুয়াডাঙ্গা (৮জন), টাঙ্গাইল ((আক্রান্ত ৫, উপসর্গ নিয়ে ২)) ও শেরপুরে ((১)) করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ৪১জন।