April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 21st, 2021, 8:38 pm

তামিম কী বিশ্বকাপ স্কোয়াডে আছেন?

নিজস্ব প্রতিবেদক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর দোঁড়গড়ায়। আগামী অক্টোবর-নভেম্বরে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ইতোমধ্যে বিভিন্ন দেশ তাদের স্কোয়াড ঘোষণা দিয়ে দিয়েছে। তবে বাংলাদেশ এখনো স্কোয়াড ঘোষণা করেনি। নির্বাচকদের কথা অনুযায়ী আসন্ন নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হতে পারে। তবে শঙ্কা জেগেছে দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবালকে নিয়ে। ইনজুরির কারণে তিনি জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেননি। নিউজিল্যান্ড সিরিজেও তিনি খেলছেন না। তাছাড়া সর্বশেষ তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। ফলে কোনো ম্যাচ না খেলে সরাসরি বিশ্বকাপ খেলতে নামলে পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়েই শঙ্কা। বিভিন্ন মহল ধারণা করছেন, তামিমকে ছাড়াই হয়তো মরুর দেশে পাড়ি জমাবে লাল-সবুজ বাহিনী। তবে সেই শঙ্কা দূর করে দিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তামিম ফিট থাকলে সে অবশ্যই বিশ্বকাপ দলের অবধারিত অংশ। তাকে নিয়েই দল সাজানোর পরিকল্পনা রয়েছে। আকরাম খান বলেন, তামিম দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং এটা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়। সে ফিট থাকলে খেলবে এবং দলের সঙ্গেও থাকবে। ওর চোট সমস্যা নিয়ে চিকিৎসক ও ফিজিওর সঙ্গে নির্বাচকরা নিয়মিত কথা বলছে। আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। তিনি বলেন, তামিমকে নিয়ে কোনো সংশয় দেখছি না। সে প্রতিষ্ঠিত ও ভালো মানের খেলোয়াড়। ফিট থাকলে কোনো চিন্তা নেই এবং আমাদের জন্য ভালো।