April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 18th, 2021, 12:18 pm

দৌলতদিয়া-পাটুরিয়ায় আজও যাত্রীর চাপ

ফাইল ফটো

জেলা প্রতিনিধি :

ঈদ শেষে রাস্তায় নানামুখী ভোগান্তি নিয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবী হাজার হাজার মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় ছোট যানবাহনের কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ফিরতে হচ্ছে তাদের। যাত্রাপথে ভেঙে ভেঙে ঘাটে গিয়ে ফেরিতেও উঠতে হচ্ছে গাদাগাদি করে। ফলে চাইলেও সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানতে পানতে পারছেন না অনেকে।

গার্মেন্টসে চাকরিজীবী বেশির ভাগ মানুষের মঙ্গলবার ঈদের ছুটি শেষ হয়ে গেছে। বুধবার থেকে তাদের অফিস করতে হবে। একারণে কর্মজীবী মানুষেরা ঢাকায় ফিরছেন। তবে কেউই সরকারি বিধিনিষেধ মানছেন না।

দূরপাল্লার বাস বন্ধ থাকায় ঘাট থেকে সিএনজি, অটোরিকশা ও ভ্যানসহ বিভিন্ন লোকাল যানবাহনে এক স্টেশন থেকে আরেক স্টেশনে চার পাঁচগুণ ভাড়া বেশি দিয়ে নবীনগর, সাভার ও গাজীপুরসহ ঢাকার বিভিন্ন স্থানে যাচ্ছেন।