April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 9th, 2021, 8:15 pm

নেপালে খেলার অনুমতি পেলেন তামিম

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ওমান ও আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেই দলে তামিম ইকবালের না থাকাটা প্রত্যাশিতই ছিল। কারণ কয়েক দিন আগে নিজেই বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তাই বলে এই সময়ে পুরোপুরি বসেও থাকছেন না বামহাতি ওপেনার। বিশ্বকাপ দল দেওয়ার দিনেই নেপালের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলার অনুমতি (এনওসি) পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সূত্র। ওই টুর্নামেন্টে খেলতে গত বুধবার অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। বৃহস্পতিবারই ইপিএলে খেলতে বিসিবি থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি। ফলে নেপালের এই লিগে খেলতে তার আর কোন বাধা রইলো না। ২৪ সেপ্টেম্বর তামিমের নেপালের উদ্দেশে রওয়ানা দেওয়ার কথা। এই টুর্নামেন্টে তামিম খেলবেন ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সে। বিশ্বকাপ স্কোয়াড থেকে সরে দাঁড়ানোয় ইপিএলে পুরোটা সময় খেলার সুযোগ পেয়েছেন তিনি। ইপিএল শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর, চলবে ৯ অক্টোবর পর্যন্ত। দলটির প্রথম ম্যাচ ২৬ সেপ্টেম্বর পোখারা রাইনোসের বিপক্ষে। ২৭ সেপ্টেম্বর চিতওয়ান টাইগার্স, ২৯ সেপ্টেম্বর বিরাটনগর ওয়ারিয়র্স, ২ অক্টোবর কাঠমান্ডু কিংস ইলেভেন ও ৪ অক্টোবর ললিতপুর প্যাট্রিয়টসের বিপক্ষে খেলবে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। তামিম বর্তমানে হাঁটুর চোটে মাঠের বাইরে রয়েছেন। পুনর্বাসন শেষে সুস্থ হতে হতে চলতি মাসের শেষ সপ্তাহ। ওই হিসেবে টুর্নামেন্ট শুরুর আগেই ফিট হয়ে যাবেন। তামিমের এই টুর্নামেন্টে খেলতে চাওয়ার কারণ ইনজুরিতে দেশের হয়ে বেশকিছু টি-টোয়েন্টি খেলতে পারেননি। তাই নিজেকে ফিরে পাওয়ার মিশনে টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।