April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 6th, 2021, 7:58 pm

ফুটবলে নতুন ইতিহাস গড়ল ইতালি

অনলাইন ডেস্ক :

আসন্ন কাতার বিশ্বকাপের ইউরো অঞ্চলের বাছাইপর্বে রোববার রাতে সুইজারল্যান্ড-ইতালির ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। জিততে না পারলেও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়ছে ইতালি। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়ল ইউরো চ্যাম্পিয়নরা। বাসেলের সেন্ট জাকব পার্কে মুখোমুখি হয়েছিল দলদুটি। গোলশূন্য প্রথমার্ধের পর ৫২ মিনিটে পেনাল্টি পায় ইতালি। কিন্তু উয়েফার বর্ষসেরা খেলোয়াড় জর্জিনহোর পেনাল্টি সুইস গোলরক্ষক ইয়ান সোমার ঠেকিয়ে দেন। এতে এগিয়ে যাবার সুযোগ হাতছাড়া হয় আজ্জুরিদের। রেফারির শেষ বাঁশিতে পয়েন্ট ভাগাভাগি করে দু’দল। ইতালি সর্বশেষ ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর হেরেছিল, পর্তুগালের কাছে। এর আগে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড দখলে ছিল স্পেন ও ব্রাজিলের। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ৩৫ ম্যাচে সেলেসাওদের কেউ হারাতে পারেনি। আর স্পেন ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত অপরাজিত ছিল। সূত্র: গোলডটকম