April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 24th, 2021, 7:36 pm

ফের সেন্সর বোর্ড থেকে প্রত্যাখ্যাত অর্ষার সিনেমা

অনলাইন ডেস্ক :

তরুণ নির্মাতা সাজ্জাদ খানের ‘সাহস’ সিনেমাটি আবারও সেন্সর বোর্ড থেকে প্রত্যাখ্যাত হলো। সেন্সর বোর্ডে করা আপিল আবেদনটি নাকচ হয়েছে। গত জুনে এটি প্রদর্শন অযোগ্য হিসেবে ঘোষণা দিয়েছিল বোর্ড। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিয়া হক অর্ষা। গত ১৯ আগস্ট তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো: সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আপিল নাকচের কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়েছে, ‘দ্য সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট, ১৯৬৩ (সংশোধনী, ২০০৬) এর ৪বি (১) ধারা লংঘন করে আপিল আবেদন দাখিল করায় নাকচ করা হয়েছে। একই সঙ্গে সারাদেশে সিনেমার প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। ধারা অনুযায়ী সেন্সর বোর্ড থেকে এটি সেন্সর আবেদন বাতিলের প্রজ্ঞাপনের ৩০ দিনের মধ্যে আবেদন করতে হয়। সিনেমার প্রযোজক নিপা মাল্টিমিডিয়ার সেলিনা বেগম ওই সময়ের মধ্যে আবেদন না করায় তা গ্রহণ করা হয়নি। জানা যায়, ‘সাহস’ প্রদর্শনের অনুপযুক্ত ঘোষণা করা হয়েছিল গত ১৪ জুন। আবেদন করার সময়সীমা ছিল ১৪ জুলাই পর্যন্ত। কিন্তু তারা তা করেছেন নির্ধারিত সময়ে পরে। চলচ্চিত্র প্রসঙ্গে গত ১৬ জুন সেন্সর বোর্ড সচিব মো. মমিনুল হক বলেছিলেন, ‘এতে অশ্লীল সংলাপ, গালাগালি ও ভায়োলেন্স রয়েছে। এর পরিমাণ এত বেশি যে এটি সেন্সর করতে গেলে ছবিতে আর কিছু থাকবে না। আর কাহিনির ধারাবাহিকতাও নেই। তাই এটি প্রদর্শনযোগ্য নয়।’ ‘সাহস’ পরিচালক সাজ্জাদ খানের প্রথম চলচ্চিত্র। ছবিটির কাজ বেশ গোপনে শুরু করেছিলেন তিনি। গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে বাগেরহাটে ‘সাহস’-এর শুটিং হয়েছিল।