April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 11th, 2021, 9:59 pm

বগুড়ায় এক ঘণ্টার ‘জেলা প্রশাসক’ একাদশের ছাত্রী আফিয়া

অনলাইন ডেস্ক :

বগুড়ায় এক ঘণ্টার জন্য জেলা প্রশাসক (ডিসি) হিসেবে ‘প্রতীকী দায়িত্ব’ পালন করেছেন আফিয়া ইবনাত নামের এক কলেজছাত্রী। তিনি সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ও ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) সাধারণ সম্পাদক। সোমবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ডিসি জিয়াউল হকের কাছ থেকে ‘প্রতীকী দায়িত্ব’ গ্রহণ করেন আফিয়া। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এনসিটিএফ বগুড়ার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘গার্লস টেকওভার’ ক্যাম্পেইনে কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। কলেজছাত্রী আফিয়া তার এক ঘণ্টা দায়িত্ব পালনকালে ডিসি কার্যালয়ে অবস্থান করেন এবং অফিসের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বগুড়ার ডিসি জিয়াউল হক এ সময় প্রতীকী ডিসি আফিয়াকে তার পদের কী কী দায়িত্ব সে সম্পর্কে ধারণা দেন। এ ছাড়া অফিসের বিভিন্ন রেজিস্টার কীভাবে সংরক্ষণ করতে হয়, কীভাবে একটি অফিসের বিভিন্ন দায়িত্ব পালন করতে হয় সে বিষয়ে পরামর্শ দেন তিনি। ডিসি জিয়াউল হক বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। যদি তাদের পর্যাপ্ত সুযোগ করে দেওয়া যায় তবেই একটি সমৃদ্ধ দেশ গঠন করা সম্ভব। এ শিশুরাই সমাজের বিভিন্ন বড় জায়গায় আসবে, সমাজকে নেতৃত্ব দেবে। এনসিটিএফ বগুড়ার জেলা ভলেন্টিয়ার সংবাদমকর্মী সঞ্জু রায় এবং পারমিতা ভট্টাচার্য স্বর্ণার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (গোপনীয়) আশরাফুর রহমান, এনসিটিএফ বগুড়ার উপদেষ্টা এবং দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকরসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।