March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 19th, 2021, 1:57 pm

বগুড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিককে কারাগারে প্রেরণ

জেলা প্রতিনিধি :

বগুড়া সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে দৈনিক বাণিজ্য প্রতিদিনের বগুড়া জেলা প্রতিনিধি আকতারুজ্জামানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার দিবাগত রাত ৩ টায় তার নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

আকতারুজ্জামানের বাবা রফিকুল ইসলাম বলেন, রাত ৩ টায় ১২ জন ডিবি পুলিশ এবং ডা. সামির হোসেন মিশু আমার বাড়িতে আসে। এরপর আমার ছেলেকে আটক করে নিয়ে যায়। কেন আটক করা হয়েছে জানতে চাইলে তারা কোন অভিযোগ এর কথা তখন বলেননি। আমি অনেক অনুরোধ করলেও তারা আমার ছেলেকে ছাড়েনি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, বগুড়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ক্লার্ক শামীমা আক্তার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। রবিবার বিকালে আদালতের মাধ্যকে আকতারুজ্জামানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি মীর্জা সেলিম রেজা ও সাধারণ সম্পাদক গণেশ দাস এক বিবৃতিতে সাংবাদিক আকতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন।