April 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 22nd, 2021, 11:47 am

লকডাউন বিরোধী বিক্ষোভে অস্ট্রেলিয়ায় কয়েকশ’ লোক গ্রেফতার

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ার বৃহত্তম দুটি নগরীতে শনিবার লকডাউন বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর কয়েকশ’ লোককে গ্রেফতার করা হয়েছে। মহামারি শুরুর পর দেশটিতে দৈনিক সংক্রমণ বৃদ্ধি এবং লকডাউন ও বিধিনিষেধের কড়াকড়ির প্রেক্ষাপটে এমন ঘটনা ঘটলো।
ডেল্টা ভেরিয়ান্ট ঠেকানোর প্রচেষ্টা হিসাবে সিডনিতে লকডাউনের মেয়াদ অন্তত সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করার ঘোষণার পরের দিন নিউ সাউথ ওয়েলস’র সিডনি রাজ্যে দেশের মধ্যে রেকর্ড সর্বোচ্চ ৮২৫ জন করোনা আক্রান্ত হয়েছে।
নিউ সাউথ ওয়েলস’র প্রধানমন্ত্রী গ্লাডিস বেরিকেল মিডিয়াকে বলেন, “আমরা যতোই কঠোর পরিশ্রম করিনা কেন, ৯৯ শতাংশ মানুষ যদি বিধিনিষেধ মেনে না চলে তাহলে ডেল্টা ভেরিয়েন্ট কেউ রোধ করতে পাওে না।
তিনি বলেন, “আমাদের স্বাধীন জীবন জাপনের সর্বোত্তম উপায় হলো টিকা প্রদান নিশ্চিত করা।”
ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শনিবার রাজ্যজুড়ে লোকদের ঘরে থাকার মেয়াদ আরো বাড়ানো হয়।
তবে মেলবোর্ন জনস্বাস্থ্য বিভাগের বিধিনিষেধ উপেক্ষা করে লোকরা লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করে। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ পিপার স্প্রে ব্যবহার করে।
সংঘর্ষে ৭ কর্মকর্তা আহত হয়েছেন এবং ২০০ জনের বেশী লোককে গ্রেফতার করা হয়। ভিক্টোরিয়া পুলিশ এক বিবৃতিতে বলেছে, এই সহিংসতা এবং বিক্ষোভ প্রতিবাদ বেআইনি।”