April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 2nd, 2021, 8:09 pm

সাদা বলের ফরম্যাটে নেই মুস্তাফিজের নাম

নিজস্ব প্রতিবেদক:

কিছুদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, সবাই তিন ফরম্যাটে খেলার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু বাস্তবে দেখা গেল পরিস্থিতি অন্যরকম। সাদা পোশাক থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদ উল্লাহ। সেই অবসরও ঝুলিয়ে রেখেছে বিসিবি। নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকায় সাদা বলের ফরম্যাটে মুস্তাফিজুর রহমানের নাম নেই। কারণ, তিনি টেস্ট খেলতে চান না। অন্তত এই করোনার সময়ে। দীর্ঘসময় জৈব সুরক্ষাবলয়ে থেকে তিনি হাঁপিয়ে ওঠেন। বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সাংবাদিকদের বলেন, ‘মুস্তাফিজ এখন টেস্ট খেলতে চাচ্ছে না। এখন সে টেস্টে আগ্রহী না। মুস্তাফিজ আমাদের জানিয়েছে, যতদিন এই কোয়ারেন্টিন বা জৈব সুরক্ষাবলয় আছে, টেস্টে ওর মনোযোগ দেওয়া কঠিন হবে। তাই এখন সে টেস্ট খেলতে চাচ্ছে না। এটা আমরাও খুব ইতিবাচকভাবে নিয়েছি। যেহেতু সে টি-টোয়েন্টি আর ওয়ানডের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাই আমরা আলাপ-আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।’ মুস্তাফিজকে শুধুমাত্র ওয়ানডে আর টি-টোয়েন্টিতে রাখা হয়েছে। এবারই প্রথম টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- এই তিন শ্রেণিতে কেন্দ্রীয় চুক্তি করেছে বিসিবি। সবচেয়ে বেশি পারিশ্রমিক রাখা হয়েছে টেস্ট ক্রিকেটারদের। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি। আকরাম বলেন, ‘অনেকেই শুধু টি-টোয়েন্টি খেলছে। যেমন নাসুম আছে, শামীম পাটোয়ারী আছে। এজন্য এবার আমরা তিন সংস্করণ আলাদা করেছি। আগে ছিল সাদা বল, সাদা বল মানে ওয়ানডে ও টি-টোয়েন্টি যারা খেলবে, তারা একই চুক্তিতে।’