March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 23rd, 2021, 9:25 pm

সাবেক এমপি মিজানের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

জেলা প্রতিনিধি :

১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করায় খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সংস্থার প্রধান কার্যালয় চার্জশিটের অনুমোদন দেয়। দুদকের জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে খুলনার এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ২০১৯ সালের ২১ আগস্ট দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়-১ এ মামলা করেন সংস্থাটির পরিচালক মঞ্জুর মোর্শেদ। এমপি থাকা অবস্থায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে ২০১৮ সালের ৭ মার্চ অনুসন্ধানে নামে দুদক। ওই বছরের ১৬ এপ্রিল দুদক কার্যালয়ে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। সরকারের গত মেয়াদে এমপি থাকলেও ২০১৮ সালে মিজানুর রহমানকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। তার আসনে মনোনয়ন পেয়ে এমপি হয়েছেন শেখ সালাহউদ্দিন জুয়েল।