April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 26th, 2021, 6:21 pm

৯৯৯-এ কল, পরিবারসহ রক্ষা পেলেন সালওয়া

অনলাইন ডেস্ক :

বাবা-মাকে নিয়ে কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। হঠাৎ বখাটেদের খপ্পরে পড়েন চলচ্চিত্রের নবাগত অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া। উপায় না পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন তিনি। তার সাহায্য প্রার্থনার খবর শুনে ছুটে আসে পুলিশ। আটক করে বখাটেদের। পরে জানা যায়, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। বুধবার ২৫ আগস্ট দিবাগত রাতে নিজের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি। তার আহ্বানে সময়মতো ছুটে এসে রক্ষা করায় ৯৯৯ সেবার প্রতি ধন্যবাদও প্রকাশ করেছেন তিনি। সালওয়া লেখেন, ‘অসংখ্য ধন্যবাদ রইল ৯৯৯ ঘধঃরড়হধষ ঊসবৎমবহপু ঝবৎারপব ও বাংলাদেশ পুলিশের প্রতি। তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে আমি ও আমার পরিবার আজ বিপদের হাত থেকে উদ্ধার হলাম।’ তিনি বলেন, আজ রাত ৮টার সময় কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলাম আমার ব্যক্তিগত গাড়িতে। সঙ্গে আমার আম্মু-আব্বু ছিলেন। হঠাৎ রোহিতপুরের কাছাকাছি নিরিবিলি একটি স্থানে এলে চারটি বাইকে করে ৪-৫ জন বখাটে ছেলে আমাদের গাড়ির গতিরোধ করে। তার মধ্যে একটি ছেলে নিজেকে কেরানীগঞ্জ ছাত্রলীগের সহ-সভাপতি দাবি করে (যা সম্পূর্ণ বনোয়াট)। তারা এগিয়ে এসে ড্রাইভারকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং বলতে থাকে যে তাদের বাইকের সঙ্গে আমাদের গাড়ির ধাক্কা লেগেছে।’ চালককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে দাবি করে সালওয়া বলেন, ‘সে রকম কিছুই আসলে হয়নি। একপর্যায়ে তারা ড্রাইভারকে প্রাণনাশের হুমকি দিয়ে হ্যারাসমেন্ট করতে থাকে। তারা মূলত একটি সংঘবদ্ধ ডাকাত চক্র, যারা প্রায়শই পথ আটকে সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় ও তাদের নানাভাবে হেনস্তা করে থাকে। আমি তৎক্ষণাৎ ৯৯৯-এ কল করে বিস্তারিত ঘটনা জানাই। ৫ মিনিটের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের দায়িত্বরত ফোর্স ঘটনাস্থলে হাজির হয়ে অপরাধীদের আটক করে থানায় নিয়ে যান। যথাসময়ে পুলিশ উপস্থিত না হলে যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত।’ এই নবাগতা বলেন, ‘বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আজ আমি যে সেবা পেয়েছি, তাতে আমি সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ। শুভ কামনা রইল জনগণের নিরাপত্তায় নিয়োজিত সব সদস্যের প্রতি। আশা করছি, জনগণের বিপদে এভাবেই বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা পাশে থাকবে।’ সালওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশের রানারআপ ছিলেন। পরে শোবিজে পা রাখেন। এরপর তিনি কাজ করেছেন বিজ্ঞাপনে। বর্তমানে বেশ কয়েকটি সিনেমায়ও কাজ করছেন তিনি।