October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 9th, 2021, 7:09 pm

অক্ষয়ের ‘সূর্যবংশী’ ১০০ কোটির ঘরে

অনলাইন ডেস্ক :

নির্মাতা রোহিত শেঠির সিনেমা মানেই বক্স অফিসে শত কোটি। এ রীতির ব্যতিক্রম এবারও হলো না। অক্ষয় কুমার অভিনীত কপ-ড্রামা ‘সূর্যবংশী’ বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক ছুঁয়েছে। করোনা মহামারির কারণে দীর্ঘদিন প্রেক্ষাগৃহ বন্ধ ছিল। এখন পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে। তাই হলে গিয়ে সিনেমা দেখার পুলক নিচ্ছেন সিনেপ্রেমীরা। তার প্রভাব পড়ছে বক্স অফিসে। অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফের নতুন সিনেমা ‘সূর্যবংশী’। ৫ নভেম্বর মুক্তি পায় এই কপ-ড্রামা ফ্র্যাঞ্চাইজি। আগে থেকেই বাণিজ্য বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন, পরিচালক রোহিত শেঠির সিনেমা বক্স অফিস বাজিমাত করবে। কারণটা পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে। রোহিতের সিনেমা মানেই বক্স অফিসে শত কোটি। বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, চার দিনে ভারতের বক্স অফিসে ৯০ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে ‘সূর্যবংশী’। প্রথম দিন ২৬.২৯ কোটি, দ্বিতীয় দিন ২৩.৮৫ কোটি, তৃতীয় দিন ২৬.৯৪ কোটি, চতুর্থ দিন ১৪.৫১ কোটি রুপি। চার দিনে মোট সংগ্রহ ৯১.৫৯ কোটি রুপি (নেট)।
তারান আদর্শ টুইটারে আরও জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে তিন দিনে সিনেমাটি সংগ্রহ করেছে ৩.২৯ মিলিয়ন মার্কিন ডলার (২৪.৩৭ কোটি রুপি)। সিনেমায় অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড প্রধানের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। এ ছাড়া অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, গুলশান গ্রোভার, অভিমন্যু সিং, নীহারিকা রাইজাদা, বিবন ভাতেনা, সিকান্দার খের, নিতিন ধীর, জাভেদ জাফরি প্রমুখ। অজয় দেবগন ও রণবীর সিংকে অতিথি চরিত্রে দেখা গেছে।