October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 22nd, 2023, 7:20 pm

অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা আতাউর রহমান ঢালী গ্রেপ্তার: র‍্যাব

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ইউনিট ২।

মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, গত কয়েকদিন ধরে মোহাম্মদপুরে বিএনপির ব্যানারে আতাউর রহমান ঢালী ও তার সহযোগীদের দ্বারা সংগঠিত একাধিক সহিংস ঘটনা ঘটেছে। তার নেতৃত্বে ও পরিকল্পনায় মোহাম্মদপুর এলাকায় সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়, যার মধ্যে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন হরতাল-অবরোধের কারণে যানবাহনে হামলা, অগ্নিসংযোগ ও বিঘ্ন ঘটানো।

তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ২৯ অক্টোবর পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

শিহাব বলেন, এছাড়া আতাউরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৬টিরও বেশি মামলা রয়েছে বলে জানা গেছে।

—-ইউএনবি