অনলাইন ডেস্ক :
বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন ভারতে। ৪টি টেস্টের সিরিজের প্রথমটি শুরু হবে ৯ ফেব্রুয়ারি। নাগপুরের এই টেস্টের আগে বড় দুঃসংবাদ পেয়েছে অজিরা। চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন জস হ্যাজেলউড। দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত এই পেসার। বাঁ পায়ের চোট ভুগছেন তিনি। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টে বোলিং করার সময় চোট পান হ্যাজেলউড। দলের সঙ্গে ভারতে আসলেও অস্ট্রেলিয়ার চার দিনের প্রস্তুতি ক্যাম্পে বোলিং করতে পারেননি তিনি। হ্যাজেলউডের অনুপস্থিতিতে প্রথমবার দেশের বাইরে টেস্ট খেলার সুযোগ পেতে যাচ্ছেন স্কট বোল্যান্ড। চোটপ্রবণতার কারণে গত দুই বছরে মাত্র চারটি টেস্ট খেলেছেন হ্যাজেলউড। উল্লেখ্য, চোটের জন্য প্রথম টেস্ট থেকে আগেই ছিটকে গিয়েছেন মিচেল স্টার্ক।
আরও পড়ুন
নতুন পজিশন নিয়ে যা বললেন মুশফিক
টি-টোয়েন্টিতে লজ্জার রেকর্ড
জন্মদিনে মানবিক উদ্যোগ নিলেন সাকিব