October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 13th, 2022, 9:01 pm

অধিক মূল্যে সয়াবিন বিক্রির অপরাধে ২ মিলকে জরিমানা

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি ও ২ হাজার লিটার তেল মজুদ রাখার অপরাধে দুই মিল মালিককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের অভিযান পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নে রায়ের বাজারের মেসার্স সেলিম ওয়েল মিল ও আঠারোবাড়ি ওয়েল মিল অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযানে মেসার্স সেলিম ওয়েল মিলকে ১০ হাজার ও আঠারোবাড়ি ওয়েল মিলকে ২০হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ২হাজার লিটার মজুদকৃত তেল পূর্বের মূল্যে বিক্রয়ের নির্দেশ দেয়া হয়।
এসময় অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা ক্যাবের সাধারণ সম্পাদক জিএম রহমান ফিলিপ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ টিম।