October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 10th, 2023, 8:01 pm

অধিনায়কত্ব প্রসঙ্গে মুখ খুললেন লিটন

অনলাইন ডেস্ক :

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। ফলে ওয়ানডে সংস্করণে কে হবে বাংলাদেশের অধিনায়ক, তা নিয়ে চলছে আলোচনা। অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাকিব আল হাসান। এছাড়াও আলোচনায় আছেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। বৃহস্পতিবার (১০ আগষ্ট) গণমাধ্যমে অধিনায়ক ইস্যুতে কথা বলেছেন লিটন। সদ্য কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলে দেশে ফেরার পর রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দেন এই টাইগার ক্রিকেটার। অনুষ্ঠান শেষে অধিনায়ক হওয়া প্রসঙ্গে লিটন বলেন, ‘দেখেন, এই জিনিসটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। আপনারা হয়তো এক-দুইদিনের ভেতরে নিউজটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে আপনার বোর্ড থেকে পেলে এই জিনিসটা খুব ভালো হবে। আর আমার বলাটাও উচিত হবে না কোনো ক্ষেত্রে। যেহেতু আমি বোর্ডের ইম্প্লোয়ির মতো, পারিশ্রমিক আয়-উপার্জন করি।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয় এই জিনিসের জন্য আপনারা একটু অপেক্ষা করেন। দুয়েক দিনের ভেতর জিনিসগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি দল আমার কাছে ভালো কিছু চায়। আমিও চাই দেশকে অনেক ভালো কিছু দিতে। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করবো। যেটা সবসময় বলি, ভবিষ্যতেও করার চেষ্টা করব’