October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 28th, 2023, 7:47 pm

অধিনায়কের নাম ঘোষণা করল নাইট রাইডার্স

অনলাইন ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আয়ার। তবে চোটের কারণে তিনি আপাতত মাঠের বাইরে রয়েছেন। এদিকে আইপিএলের ষোড়শ আসর শুরু হতে যাচ্ছে ৩১ মার্চ। সেই আসরের জন্য সোমবার ভারপ্রাপ্ত অধিনায়কের নাম ঘোষণা করেছে নাইট রাইডার্স কর্তৃপক্ষ। তরুণ ভারতীয় ব্যাটার নীতিশ রানাকে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রেয়াস আয়ার ফেরার আগ পর্যন্ত রানাই নেতৃত্ব দেবেন কেকেআরকে। নীতিশের সঙ্গে অধিনায়কত্বের দৌড়ে ছিলেন দুই ক্যারিবীয় সুনিল নারিন ও আন্দ্রে রাসেল। তবে শেষ পর্যন্ত রানাকেই বেছে নেয় কেকেআর। কলকাতার অধিনায়কত্ব নিয়ে আলোচনায় ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান ও লিটন দাসও। তবে সব ম্যাচ খেলার সম্ভাবনা না থাকায় শেষ পর্যন্ত তারা বিবেচিত হননি। বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য শুরুর দুই ম্যাচে থাকছেনা না। শেষ দিকেও আয়ারল্যান্ড সফর থাকায় তাদের তিন ম্যাচ পাওয়া যাবে না। এ ছাড়া দলের সমন্বয়ের কারণে সাকিব-লিটনকে সব ম্যাচ খেলানোও সম্ভব না। তাই এই দুজনের দিকে আর এগোতে পারেনি দলটি।