October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 4th, 2023, 7:56 pm

অধ্যাপক পান্না কায়সার আর নেই

শহীদজায়া অধ্যাপক পান্না কায়সার আর নেই। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৪ আগস্ট) সকাল ৮টা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পান্না কায়সার ছিলেন একাধারে বরেণ্য লেখক, বুদ্ধিজীবি ও সাবেক সংসদ সদস্য। এছাড়াও তার পরিচয় তিনি শহীদ বুদ্ধিজীবী, লেখক এবং রাজনীতিবিদ শহীদুল্লাহ কায়সারের স্ত্রী এবং অভিনেত্রী শমী কায়সারের মা।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাত্তরে শহীদুল্লাহ কায়সারকে বাসা থেকে তুলে নিয়ে যায় আলবদর বাহিনী। কিন্তু তার আর ফেরা হয়নি। সংসার ও সন্তানকে সামলেছেন নিজেই। তবে সেখানেই থেমে থাকেননি তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর করার পর করেছেন শিক্ষকতাও।

পরবর্তীতে সাহিত্যাঙ্গনে ছিল তার পদচারণা, হয়েছিলেন সংসদ সদস্যও। মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে ১৯৭৩ সালে দেশের বৃহত্তম শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’-এর সভাপতিমণ্ডলীর সদস্য হন পান্না কায়সার। ১৯৯২ সাল থেকে সংগঠনের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখার কারণে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন সদ্য প্রয়াত বরেণ্য ব্যক্তি পান্না কায়সার।

—-ইউএনবি