May 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 3rd, 2023, 7:49 pm

অনন্য রেকর্ড গড়লেন থালাপতি বিজয়

অনলাইন ডেস্ক :

তাকে বলা হয় বক্স অফিসের মনস্টার বা দৈত্য। তার চলচ্চিত্র মানেই বক্স অফিস দুমড়েমুচড়ে ভেঙে ফেলার জোগাড়। তিনি থালাপতি বিজয়। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সবকটি চলচ্চিত্র সুপারহিট তকমা পেয়েছে। শুধু পর্দায় নয়, তুমুল জনপ্রিয়তা নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও শীর্ষে বিজয়। মাত্র কয়েক ঘণ্টায় এক মিলিয়ন অনুসারী জুটিয়ে সেটা প্রমাণও করে দিলেন এই সুপারস্টার। সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে জনপ্রিয় ফটো-ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে প্রবেশ করেই রেকর্ড গড়লেন বিজয়। যে রেকর্ড শুধু ভারতেই নয়, গোটা পৃথিবীতে বিজয়কে পরিচিত করল আরেকবার। ২ এপ্রিল (রোববার ) ইনস্টাগ্রামে প্রবেশ করেন বিজয়। নিজের প্রথম ছবি পোস্ট করে অভিনেতা তার ভক্ত-অনুরাগীদের অভিবাদন জানান। ইনস্টাগ্রামে বিজয়ের যোগদানের দুই ঘণটার মধ্যে এক মিলিয়ন অনুসারী হয়ে যায় এই তারকার। ভারতীয় যেকোনো তারকার জন্য সর্বোচ্চ দ্রুতগতির এক মিলিয়নের রেকর্ড এটি। প্রথম ভারতীয় তারকা হিসেবে এই অনন্য নজির গড়লেন বিজয়। নতুন অ্যাকাউন্ট খোলার দুই ঘণ্টার মধ্যে এক মিলিয়ন অনুসারী হয়ে গেছে বিজয়ের। ভারতে এই রেকর্ড আর কারো নেই। এর আগে বিটিএস তারকা ‘ভি’ ওরফে কিম তাইহিউং ৪৩ মিনিটে এক মিলিয়ন ফলোয়ার সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন। তার পরের রেকর্ডটি আছে অ্যাঞ্জেলিনা জোলির দখলে। তিনি ৫৯ মিনিটে এক মিলিয়ন অনুসারী সংগ্রহ করেন। বিজয় এতদিন টুইটারের মাধ্যমে তার ভক্তদের সাথে যুক্ত ছিলেন। তবে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ব্যক্তিগতভাবে বিরতি নিয়েছেন তারকা। তার কাজের সম্পর্কে সকল খবরাখবর ও আপডেট শেয়ার করত তার টিম। কিন্তু ভক্তরা চাচ্ছিলেন বিজয় নিজেই কিছু শেয়ার করে যেন ভক্তদের মাঝে ফিরে আসেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ভারিসু’ চলচ্চিত্রের অডিও উন্মোচন করার পর একটি নতুন ভিডিও নিয়ে আবারও ভক্তদের কাছে ফিরে আসেন বিজয়। তবে এখন থেকে তারকা নিয়মিত ইনস্টাগ্রামে ভক্তদের সাথে ছবি এবং ভিডিও শেয়ার করবেন এবং তাদের সংস্পর্শে থাকবেন বলেই প্রত্যাশা ব্যক্ত করছেন ভক্ত-অনুরাগীরা। বিজয়কে সর্বশেষ দেখা গেছে ‘ভারিসু’ চলচ্চিত্রে। বর্তমানে লোকেশ কানাগারাজ পরিচালিত ‘লিও’ সিনেমায় কাজ করছেন তিনি। আগামী ১৯ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি। এটি লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের একটি অংশ বলে মনে করা হচ্ছে। সিনেমায় বিজয়ের বিপরীতে দেখা যাবে সঞ্জয় দত্তকে। বর্তমানে এই সিনেমার শুটিং চলছে। সূত্র : পিংকভিলা