December 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 24th, 2022, 7:51 pm

অনলাইনে ‘পাপবাজার’

অনলাইন ডেস্ক :

অনলাইনে এসেছে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ‘পাপবাজার’। কাজী রাকীব প্রযোজিত এ ছবিটি পরিচালনা করেছেন অনিক কান্তি সরকার। অ্যাক্টর’র ল্যাব নামের ইউটিউব চ্যানেলে গত ২২ জুলাই এটি অবমুক্ত হয়েছে। নারী নির্যাতন, মানবপাচার ও মাদকের নেশায় যুব সমাজের অবক্ষয়ের বিষয় উপজীব্য করে নির্মিত হয়েছে ‘পাপবাজার’। গল্পে কেন্দ্রীয় চরিত্র মেহুল। বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে গ্রাম থেকে শহরে এনে বিক্রি করে তারই আপন চাচা রফিক। পাপের এই শহরে ভালোমন্দ বুঝে ওঠার আগেই শক্তিধর ও ক্ষমতাশীল এক নারীপাচার চক্র মেহুলকে বন্দি করে রাখে। জুয়া ও মাদকের নেশার বলি হয় মেহুল। তার ওপর চলতে থাকে শারীরিক ও যৌন নির্যাতন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নওশাবা। পরিচালক অনিক কান্তি সরকার বলেন, ‘আমাদের দেশে চলচ্চিত্র নির্মাণের সীমাবদ্ধতা অনেক। শত প্রতিকূলতার মাঝেও দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে চেয়েছি। আমাদের শিল্পী ও কলাকুশলীরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছেন কাজটির পেছনে। দর্শক ও সমালোচকদের ভালোবাসা পেলে আমাদের পরিশ্রম সার্থক।’ স্বল্পদৈর্ঘ্যটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী রাকীব, কাজী আনিসুল হক বরুণ প্রমুখ। এর টাইটেল সং ‘দুনিয়াটা পাপের বাজার’ লিখেছেন শাহীন রেজা রাসেল। কণ্ঠ দিয়েছেন জাহিদ মোহাম্মদ, সুর ও সংগীতায়োজন করেছেন এস. এম নাসির।