October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 31st, 2023, 8:11 pm

‘অন্তর্জাল’ সিনেমার প্রমোশনাল গান আসছে

অনলাইন ডেস্ক :

দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর। দেশের প্রথম সাইবার থ্রিলার ঘরানার সিনেমা এটি। বুধবার সন্ধ্যা ৭টার দিকে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টে দেখা যায়, সিয়াম ও মিম ‘অন্তর্জাল’ সিনেমার প্রমোশনাল গানের লুকে। এর আগে মঙ্গলবার এফডিসিতে হয়েছে এ সিনেমার টাইটেল গানের দৃশ্যধারণের কাজ। এতে অংশ নেন সিয়াম, মিমসহ সিনেমার বেশির ভাগ অভিনয়শিল্পী। এ গানটি সিনেমায় নয়, মূলত প্রচারে ব্যবহার করা হবে।

জানা যায়, শিগগিরই গানটির প্রচার শুরু হবে। নির্মাতা দীপংকর দীপন পরিচালিত সাইবার যুদ্ধ নিয়ে বাংলাদেশের প্রথম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। এ সিনেমার গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট। সিনেমাটিতে সিয়াম-মিম ছাড়া আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, এ বি এম সুমন, সুনেরাহ্ বিনতে কামাল প্রমুখ।