September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 13th, 2024, 4:31 pm

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুক-ই-আজম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক।

মঙ্গলবার সকালে বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের পরিচালনায় শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

সকাল ১১টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে শপথ নেন নৌ-কমান্ডো ফারুক-ই-আজম।

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ‘উপদেষ্টা পরিষদের’ মোট ১৭ জন সদস্য তিন দফায় শপথ নেন।

এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টাসহ ১৪ জন উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। পরে রবিবার অন্য দুজন সুপ্রদীপ চাকমা ও ড. বিধান রঞ্জন রায় শপথ বাক্য পাঠ করেন।

অনুষ্ঠানে উপদেষ্টারা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তিন বাহিনী প্রধান এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা ছিলেন।

—–ইউএনবি