অনলাইন ডেস্ক :
সিরিজ জয়ের মিশন নিয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় অপেক্ষা বাড়লো স্বাগতিকদের। আগে ব্যাটিং করে বাংলাদেশকে ২২৯ রানের লক্ষ্য দেয় ভারত। সেই লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডারের শুরুটা ঠিকঠাক হয়নি। মিডল অর্ডারে ছোটখাটো একটি জুটি হলেও জয়ের জন্য সেটি যথেষ্ট ছিল না। ১২০ রানে অলআউট হয়ে ১০৮ রানের বড় ব্যবধানে হার মানতে হয়েছে নিগার সুলতানার দলকে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ভারতের ৮ উইকেটে ২২৮ রানের জবাবে খেলতে নেমে ৩৮ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে ফারজানা হক ও রিতু মনি মিলে ৬৮ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু দেবিকা বৈদ্যর বল এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন ফারজানা। ৮১ বলে ৫ চারে সাজানো ছিল তার ৪৭ রানের ইনিংস।
মিডল অর্ডার এই ব্যাটার ফিরে যান দলের ১০৬ রানে। এরপর আর ১৪ রান করতেই বাকি উইকেটগুলো পড়ে যায়। ৩৫.১ ওভারে গুটিয়ে যায় তারা। রিতুর ব্যাট থেকে আসে ২৭ রানের ইনিংস। আর কেবল ওপেনার মুর্শিদা খাতুন (১২) দুই অঙ্কের ঘরে রান করেন। অধিনায়ক নিগার করেন মাত্র ৩ রান। ভারতীয় বোলারদের মধ্যে অনিয়মিত ডানহাতি অফস্পিনার জেমিমাহ রুদ্রিগেজ সবচেয়ে সফল বোলার। ৩.১ ওভারে ৩ রান দিয়ে তার শিকার চারটি উইকেট। এ ছাড়া দেবিকা নেন তিনটি উইকেট। এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই উইকেট পায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারেই মারুফার দুর্দান্ত এক ডেলিভারিতে ভারতের ওপেনার প্রিয়া পুনিয়া (৭) বিদায় নেন। একাদশ ওভারে মারুফার দারুণ এক থ্রোতে ২৩ বলে ১৫ রান করা ইয়াস্তিকা ভাটিয়া রান আউট হন। তৃতীয় উইকেটে স্মৃতি মান্ধানা ও অধিনায়ক হারমানপ্রীত মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ২৮ রানের জুটি গড়ে আউট হন স্মৃতি। চতুর্থ উইকেটে হারমানপ্রীত ও জেমিমাহ মিলে বড় জুটির দিকেই এগিয়ে যাচ্ছিলেন।
৭৩ রানের জুটির পর হারমানপ্রীত স্বেচ্ছায় অবসরে যান। তবে তার কিছুক্ষণ পরই প্রথমবার ওয়ানডে সিরিজে সুযোগ পাওয়ার ভারতীয় অলরাউন্ডার হারলিন দেওল নাহিদার শিকার হন। আউট হওয়ার আগে ৩৬ বলে খেলেন ২৫ রানের ইনিংস। এরপর অবশ্য আবার মাঠে নামেন হারমানপ্রীত। এবার জেমিমাহকে নিয়ে ২৫ রান যোগ করেন হারমানপ্রীত। ৭৮ বলে ৯ চারে ৮৬ রানের ইনিংস খেলে জেমিমাহ আউট হলে জুটি ভাঙে তাদের। জেমিমাহর পর আউট হন হারমানপ্রীতও, করেন ৫২ রান। সবমিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২২৮ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সুলতানা খাতুন ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া মারুফা আক্তার ও রাবেয়া খান প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন। ভারত দুই ম্যাচ শেষে ১-১ এ সিরিজে সমতা ফেরালো। আগামী শনিবার মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচ হবে সিরিজ নির্ধারণী।
আরও পড়ুন
ভারত বধ মিশন নিয়ে দেশ ছাড়লো টাইগাররা
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
‘ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে’