October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 28th, 2021, 7:48 pm

অবশেষে ক্ষমা চাইলেন ডি কক

অনলাইন ডেস্ক :

হাঁটু গেড়ে বর্ণবাদবিরোধী আন্দোলনে সমর্থন না জানানোয় সতীর্থ ও ভক্তদের সমালোচনার মুখে পড়তে হয় সাউথ আফ্রিকার ক্রিকেটার কুইন্টন ডি কককে। নিজের অবস্থান থেকে সরে এসে সতীর্থ ও ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ডি কক। তিনি জানিয়েছেন, বাকি ম্যাচগুলোতে সতীর্থদের সঙ্গে হাঁটু গেড়ে বর্ণবাদবিরোধী আন্দোলনে সমর্থন জানাবেন। বুধবার রাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠক হয় ডি ককের। তার পরেই নিজের অবস্থান থেকে সরেন তিনি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। যদি আমি হাঁটু মুড়ে প্রতিবাদ জানালে তার মাধ্যমে অন্যান্যের সামান্য শিক্ষাও দেওয়া যায় তা হলে আমি সেটাই করব।’
ডি কক আরো বলেন, ‘আমি বর্ণবাদী নই। আমি মন থেকে এটা জানি। আর আমি মনে করি, যারা আমাকে চেনেন, তারাও সেটা জানেন। আমি জানি, আমি খুব গুছিয়ে কথা বলতে পারি না। তবে নিজেকে জড়িয়ে এমন পরিস্থিতি তৈরি করায় আমি কতটা দুঃখিত তা ব্যাখ্যা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। এই সময়ে তার পাশে দাঁড়ানোর জন্য সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন প্রোটিয়া ওপেনার। তিনি বলেন, ‘সতীর্থরা যে ভাবে পাশে দাঁড়িয়েছে তার জন্য তাদের ধন্যবাদ। অধিনায়ককে আলাদা করে ধন্যবাদ জানাই। দেশের হয়ে খেলা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।’ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামার আগে বর্ণবৈষম্যের বিপক্ষে ঐক্যবদ্ধ ভাবে হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানানোর নির্দেশ দেয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এর পরেই ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে সেই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন ডি কক। তা নিয়ে শুরু হয় বিতর্ক।