December 1, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 16th, 2022, 7:50 pm

অবশেষে গোলের দেখা পেলেন গ্রিজমান

অনলাইন ডেস্ক :

গোল করতে যেন ভুলেই গিয়েছিলেন অঁতোয়ান গ্রিজমান। দীর্ঘ খরা কাটিয়ে নতুন মৌসুমে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচেই জালের দেখা পেলেন ফরাসি এই ফরোয়ার্ড। দারুণ পারফরম্যান্সে স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা করলেন জোড়া গোল। তাতে আতলেতিকো মাদ্রিদের লা লিগা অভিযান শুরু হলো দারুণ এক জয়ে। গেতাফের মাঠে সোমবার রাতে ৩-০ গোলে জিতেছে আতলেতিকো। গত মৌসুমে গোল মুখে দুর্বলতা বেশ ভুগিয়েছে দলটিকে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছে মোরাতা, গ্রিজমান, জোয়াও ফেলিক্সদের পারফরম্যান্স। ধারে ইউভেন্তুসে দুই বছর কাটিয়ে জোড়া গোলে যেন নতুন শুরু পেলেন মোরাতা। বদলি নেমে জালের দেখা পেয়েছেন গ্রিজমান। আর দুইজনের গোলেই অবদান রেখে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ স্ট্রাইকার জোয়াও ফেলিক্স। গ্রিজমান এদিন স্বদেশি তুমা লিমাঁর বদলি হিসেবে মাঠে নামের ৬২তম মিনিটে। ১৩ মিনিটের মধ্যেই পেয়ে যান গোলের দেখা। ডি বক্সের বাইরে থেকে বাঁপায়ের শটে করেন চমৎকার এক গোল। গত ৬ জানুয়ারির পর গ্রিজমানের এটি প্রথম গোল। কোপা দেল রেতে রায়ো মাজাদাহোন্দার বিপক্ষে বল জালে পাঠানোর পর তিনি যেন গোলের পথই ভুলে গিয়েছিলেন। ২২১ দিনের খরা কাটল এবার। ২৮ নভেম্বরের পর লা লিগায় এটাই তার প্রথম গোল। আতলেতিকো এ ম্যাচে সুযোগ তৈরি করেছে আরও অনেক। যা কাজে লাগাতে পারলে তাদের জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো। ম্যাচ শেষে মুভিস্টার প্লাসের সঙ্গে আলাপে আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে প্রশংসায় ভাসালেন খেলোয়াড়দের। “আমার সবচেয়ে ভালো লেগেছে দলের মনোভাব এবং সম্মিলিত প্রচেষ্টা। আমরা দল হিসেবে খেলেছি এবং আমরা যখন মৌসুমের প্রথম ম্যাচ নিয়ে কথা বলি তখন এটা সত্যিই বিশেষ কিছু। আমাদের এখনও অনেক জায়গায় উন্নতি করতে হবে, তবে শুরুটা বেশ ভালো হয়েছে।”