September 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 5th, 2021, 8:17 pm

অবশেষে ছেলেকে নিয়ে প্রকাশ্যে নুসরাত জাহান

অনলাইন ডেস্ক :

নুসরাত পুত্র ঈশানকে নিয়ে সমালোচনা কম হয়নি দুই বাংলায়। তার জন্য শুনতে হয়েছে কটূকথাও। কিন্তু সেই ঈশানকে পুরোপুরি আড়ালে রেখেছিলেন নুসরাত-যশ। অবশেষে ছেলেকে প্রকাশ্যে আনলেন নুসরাত। যশ দাশগুপ্তর সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন নুসরাত। এ উপলক্ষে ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি ছবি পোস্ট করেন নুসরাত। তাতে দেখা যায়Ñ বেগুনি রঙের সিল্ক শাড়ি পরেছেন নুসরাত। সঙ্গে ছিমছাম গহনা, হালকা রূপটান। নরম আলোয় মোহময়ী নুসরাত। তার আঁচলের ফাঁকে বেরিয়ে আছে ঈশানের মাথা। অন্যদিকে বেগুনি রঙের পাঞ্জাবি, চোস্ত পাজামায় স্ত্রীর সঙ্গে পাল্লা দিয়েছেন যশও।

এ ছবিতে নুসরাত তার পুত্রের মুখ না দেখালেও আরেকটি ছবিতে ঈশানের মুখ দেখা গেছে। এ ছবি প্রকাশ করেছে নুসরাতের ফ্যান ক্লাব থেকে। তাতে দেখা যায়, যশের বড় ছেলে রিয়াংশের কোলে শুয়ে আছে ঈশান। তাতে নুসরাত পু্ত্েরর মুখ স্পষ্ট। ভাইয়ের কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে। নুসরাত-যশ-ঈশানের মতো রিয়াংশের পরনেও বেগুনি রঙের পাঞ্জাবি। ইনস্টাগ্রাম পোস্ট করা আরেকটি ছবিতে দেখা যায়, শ্বেত পাথরে বাঁধানো মেঝে, আঙিনা। তাতে নানা রঙে রঙ্গোলির নিখুঁত আলপনা। প্রতিটি রঙ্গোলির পাশে, সামনে মাটির প্রদীপ। স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। ছবিতে নুসরাতের মন্তব্য ‘ভাইবস’, অর্থাৎ উৎসবের স্পন্দন। দীপাবলীর আগেই কাশ্মীর থেকে কলকাতায় ফিরেছেন যশ-নুসরাত। এনা সাহার পরবর্তী সিনেমায় ফের জুটি বাঁধবেন তারা। এ সিনেমার একটি গানের দৃশ্যধারণের কাজও হয়েছে কাশ্মীরে। এটি পরিচালনা করছেন শিলাদিত্য মৌলিক।