October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 17th, 2023, 8:22 pm

অবশেষে জয়ের মুখ দেখলো খুলনা

অনলাইন ডেস্ক :

টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখলো খুলনা টাইগার্স। বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ এসে রংপুর রাইডার্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে খুলনা। বিপিএলের নবম আসরে এখন পর্যন্ত তিন ম্যাচএ মাঠে নেমে তিনটিতেই হারের মুখ দেখেছিলো খুলনা। মঙ্গলবার (১৭ জানুয়ারী) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরীও স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে ওপেনার তামিম ইকবালের ফিফটিতে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে খুলনা টাইগার্স। সাগরিকায় টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় খুলনার অধিনায়ক ইয়াসির রাব্বী। ব্যাটিংয়ে নেমে খুলনার বোলারদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি রাইডার্স ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ১২৯ রানেই অলআউট হয়ে যায় রংপুর রাইডার্স। ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে খুলনার দুই ওপেনার তামিম ইকবাল আর মুনিম শাহরিয়ার। এবারের বিপিএলে আগের তিন ম্যাচে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি তামিম ইকবাল। অবশেষে রংপুরের বিপক্ষে হাসলো তামিমের ব্যাট। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ব্যাট করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ঝড়ো গতিতে তামিমের ৪৭ বলে ৬০ রানের পাশাপাশি মাহমুদুল হাসান জয়ের ৪২ বলে ৩৮ রানে ৯ উইকেটের বড় জয় পায় খুলনা। এর আগে আরেক ওপেনার মুনিম শাহরিয়ার করেন ২১ বলে ২১ রান। মুনিমের একমাত্র উইকেটটি নেন আজমাতুল্লাহ ওমারজাই।