March 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 21st, 2021, 7:46 pm

অবশেষে ‘প্রতিশোধ’ নিলেন অ্যালিস্টার কুক

অনলাইন ডেস্ক :

সদ্য সমাপ্ত অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনের শেষ বেলার ঘটনা। অজি গতি তারকা মিচেল স্টার্কের একটি বল গিয়ে লাগে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের গোপনাঙ্গে! সাথে সাথে মাটিতে শুয়ে পড়েন রুট। ভাগ্যিস ওখানে গার্ড ব্যবহার করেন, নাহলে মারাত্মক কা- হতো! মজার ব্যাপার হলো, রুটের এই ঘটনা দেখে বিটি স্পোর্টসের স্টুডিওতে বসে ধারাভাষ্য দেওয়া ইংলিশ লিজেন্ড স্যার অ্যালিস্টার কুক তো হেসেই খুন! নিজের উত্তরসূরির বিপদে এমন হাসির রহস্য জানতে যেতে হবে ৬ বছর আগের অ্যাশেজে। ২০১৫ সালের ওই সিরিজের প্রথম টেস্ট হয়েছিল কার্ডিফে। ম্যাচের একপর্যায়ে স্লিপে ফিল্ডিং করছিলেন অধিনায়ক কুক। ওই সময় স্টিভেন স্মিথের ব্যাট ছুঁয়ে যাওয়া বলটি প্রবল গতিতে কুকের গোপনাঙ্গে আঘাত হানে। কুক ব্যথায় কুঁকড়ে মাটিতে শুয়ে পড়েন। ওই সময় জো রুটকে তার অধিনায়কের পাশে বসে হাসতে দেখা যায়। সেই হাসি ছড়িয়ে পড়ে অন্যান্যের মাঝেও। ওই মুহূর্তে ননস্ট্রাইক প্রান্তে থাকা অজি ব্যাটার ক্রিস রজার্স বলেছিলেন, ‘আমি খুব স্পষ্টভাবে ঘটনাটি দেখেছি। অনেক চেষ্টা করেও হাসি আটকে রাখতে পারছিলাম না! কারণ জো রুটও তখন হাসছিল।’ সেই ‘অপমান’ কুক হয়তো এতদিনেও ভুলেননি। তাই রুটের গোপনাঙ্গে বল লাগার পর তিনি হেসে ওঠেন। এরপর তিনি রুটের উদ্দেশ্যে মজা করে বলেন, ‘চারদিকে এসব কী হচ্ছে, কী ঘটছে বলতে পারলে ভালো লাগত! তবে আমি কিন্তু ঠিকই আছি। দুটি সন্তানের জন্ম দিয়েছি। আমি ঠিক জানি না রুট এখন কী ভাবছে।’