অনলাইন ডেস্ক :
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনে সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে যায়। অনিশ্চিত এক ভবিষ্যতের মুখে পড়ে দেশটির ক্রীড়াবিদরা। স্থগিত হয়ে যায় কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ সেমিফাইনালের ইউক্রেন বনাম স্কটল্যান্ড ম্যাচও। অবশেষে ইউক্রেনীয়দের জন্য সুখবর। সব অনিশ্চয়তা পেছনে ফেলে মাঠে ফিরেছে ইউক্রেন জাতীয় ফুটবল দল। জার্মান ক্লাব বরুশিয়া মনচেংগ্লাডবাখের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছে ইউক্রেন। এতে ২-১ গোলে জয় পেয়েছে তারা। এই ম্যাচে ২০ হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিল। টিকিট বিক্রি থেকে প্রাপ্ত টাকা ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেওয়া হবে। আগামী ১ জুন, স্কটল্যান্ডের বিপক্ষে স্থগিত হওয়া প্লে-অফ সেমিফাইনাল ম্যাচটি খেলবে ইউক্রেন। খেলাটি স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে যারা জিতবে তারা ৫ জুন কার্ডিফে ওয়ালসের বিপক্ষে ফাইনাল খেলবে। আর ফাইনাল বিজয়ীরা সরাসরি কাতার বিশ্বকাপের টিকিট পাবে।
আরও পড়ুন
মেসির অনুকরণ করে ট্রফি নিয়ে শান্তর ঘুম
আইসিসি’র টেস্ট র্যাংকিংয়ে সেরা ১৫তে লিটন
দল দেশে ফিরলেও ফিরছেন না সাকিব