অনলাইন ডেস্ক :
একপ্রকার গোপনেই বিয়ে সারলেন কলকাতার শোবিজ তারকা শ্রুতি ও স্বর্ণেন্দু। আইনত বিয়ে হলেও সিঁদুর দান হয়েছে। বিয়ের পর নিজেরাই বিয়ের ছবি প্রকাশ্যে এনে চমকে দিলেন ভক্তদের। শোনা যাচ্ছে, গত রোববার দক্ষিণ কলকাতার একটি অনুষ্ঠান ভবনে অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক বিয়ে সারেন প্রেমিক যুগল। এর আগে একটি সাক্ষাৎকারে, শ্রুতি বিয়ের প্রসঙ্গে বলেছিলেন, ২০২৫ সালে তাঁদের বিয়ের পরিকল্পনা। কিন্তু তর আর সইল না, মিস থেকে মিসেস হয়ে গেলেন অভিনেত্রী। ‘ত্রিনয়ণী’ ধারাবাহিকের মাধ্যমে কলকাতার শোবিজে প্রবেশ শ্রুতির, কাটোয়ার মেয়ে তিনি। অল্প কয়েক দিনেই কলকাতায় বেশ রাজত্ব বানিয়ে নিয়েছে ছোটপর্দার রাঙা বউ। ভাগ্য ক্রমে ‘ত্রিনয়ণী’র পরিচালক ছিলেন স্বর্ণেন্দু, তখন থেকেই প্রেম তাঁদের।
দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর অবশেষে গোপনেই বিয়ে করলেন তারা। তবে তাঁদের বিয়েতে শুধুমাত্র উপস্থিত ছিলেন পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। বলিউডের ট্রেন্ডিংয়ের মতো বিয়ের জন্যে শ্রুতি-স্বর্ণেন্দু দুজনাই সাদা ও গোলাপি পোশাকে নিজেদের মুড়েছিলেন। তবে কিছুদিন ধরেই শ্রুতির বিয়ের জল্পনা চললেও অভিনেত্রী কিছুই জানাননি, অবশেষে শেষে ধামাকা দিলেন অভিনেত্রী নিজেই। রোববার রাতে নিজেদের আইনি বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিয়ের কথা জানালেন শ্রুতি, স্বর্ণেন্দু দুজনেই। তবে ছবিতে শুধুমাত্র নতুন পথ চলার স্মারক হিসেবে কেক আনা হয়েছিল সেই ছবিই পোস্ট করেছিলেন। গোলাপ দিয়ে সাজানো কেকে তাঁদের নামের সঙ্গে জাস্ট ম্যারেড লেখা ছিল।
আর ছবির ক্যাপশনে লেখেন মিস টু মিসেস। রোববার রাতে শ্রুতি তাঁর ফেসবুক প্রোফাইল রিলেশনশিপ স্ট্যাটাস বদলে ম্যারেডও করে দিয়েছিলেন। একই সঙ্গে নিজের পদবী দাসের সঙ্গে জুড়ে দেন সমাদ্দার। তবে এই মুহূর্তে তাঁদের বিয়ের বিভিন্ন মুহূর্ত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিয়ের একটি ছবিতে শ্রুতিকে মাটিতে হাঁটু মুড়ে স্বর্ণেন্দুকে আংটি পরাতে দেখা গিয়েছে। বিয়ের জন্য বর-বৌ সেজে ছিলেন সাদাতে। স্বর্ণেন্দুর পরনে ছিল সাদা ধুতি এবং পাঞ্জাবি। অন্য দিকে শ্রুতির পরনে সাদা শাড়ি। রুপোর অলঙ্কারে সেজেছিলেন কনে। সিঁদুর পরানোর একাধিক ছবিও ভাইরাল হয়েছে। আপাতত প্রিয় জুটির বিয়ের খবরে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের ভক্তরা। বাদ যাননি টলি পাড়ার বন্ধুরাও। বর্তমানে অভিনেত্রীকে ‘রাঙা বউ’ ধারাবাহিকে দেখা যাচ্ছে মুখ্য মহিলা চরিত্রে। এই ধারাবাহিকের পরিচালকও স্বর্ণেন্দু।
আরও পড়ুন
অরুনা বিশ্বাসের মুখে ‘‘থুথু” দিলেন পরীমনি
একাত্তরে জন্ম নিলে এই শিল্পীরা রাজাকার হতো: ফারুকী
কিছু শিল্পীর আসল চেহারা প্রকাশ পেয়েছে: সাদিয়া আয়মান