অনলাইন ডেস্ক :
গত বছরের মার্চ মাসে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন জোফরা আর্চার। চোটের কারণে এক বছরেরও বেশি সময় ধরে তার আর ফেরা হয়নি। অবশেষে ভক্তদের জন্য সুখবর দিলেন এই পেসার। চলতি মাসেই ক্রিকেটে ফিরছেন আর্চার। আগামী ২৬ মে কাউন্টি টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের হয়ে খেলার কথা রয়েছে আর্চারের। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই ইংল্যান্ডের জার্সি গায়েও মাঠে নামবেন তিনি। গত ১৪ মাসে এই পেসারের শরীরে তিনবার অস্ত্রোপচার হয়েছে। একটি তার হাতে এবং বাকি দুটি কনুইতে। এ কারণে দুটি আইপিএল, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ইংল্যান্ডের হয়ে অ্যাশেজ সিরিজও মিস করতে হয়েছে আর্চারকে।
আরও পড়ুন
আশা জাগিয়েও পারল না বাংলাদেশ
সান্দিহার স্পিন, মুর্শিদার ব্যাটিংয়ে জয় পেল আবাহনী
যে কারণে বদলে গেছে শাহিন আফ্রিদির ব্যাটিং