অনলাইন ডেস্ক :
নির্মিত হয়েছে বিশেষায়িত চলচ্চিত্র ‘লকডাউন লাভ স্টোরি’। শাহ আলম মÐল পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন ইমন-রেহনুমা মোস্তফা। শুটিং শেষে সিনেমাটির মুক্তির প্রস্তুতি নিচ্ছেন এর নির্মাতা। ইমন বলেন, “করোনার মধ্যে মানুষের জীবনে কী ধরনের ঘটনা ঘটছে তা দেখানোর চেষ্টা করা করেছি ‘লকডাউন লাভ স্টোরি’ সিনেমার গল্পে। এ ছাড়া একটি ভালোবাসার গল্পও দেখানো হয়েছে।” এরইমধ্যে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। দর্শকের অভিজ্ঞতা জানিয়ে ইমন বলেন, ‘স¤প্রতি এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। যারা সিনেমাটি দেখেছেন তারা সবাই অনেক প্রশংসা করেছেন।’ দীর্ঘদিন ধরে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করছেন রেহনুমা মোস্তফা। এরইমধ্যে নাটকেও অভিনয় করেছেন তিনি। খুব শিগগির তার অভিনীত ‘লকডাউন লাভ স্টোরি’ অ্যাপস এবং প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক শাহ আলম মÐল।
আরও পড়ুন
মোশাররফের ‘মোবারকনামা’ আসছে কবে?
কার বিরহে বিলীন হতে চান প্রভা
ফেব্রুয়ারিতে শিল্পী সমিতির নির্বাচন, থাকছে চমক!