April 1, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 5th, 2023, 7:50 pm

অবশেষে মুখ খুললেন পূজা চেরি

অনলাইন ডেস্ক :

শাকিব খান ইস্যুতে তুমুল আলোচনায় উঠেছিলেন উঠতি নায়িকা পূজা চেরী। এরপর টিভি নায়ক জোভানের সঙ্গেও জলঘোলা হলো। তবে দুটো বিষয়েই নীরবতা পালন করেছেন ‘শান’-নায়িকা। নতুন খবর হলো, অবশেষে দুটো বিষয়েই মুখ খুলেছেন এই উঠতি নায়িকা। সেটি আবার ঘটছে একটি টিভি অনুষ্ঠানের অভিষেক পর্বে অতিথির আসনে বসে। ‘গ্ল্যামার’ নামে বিনোদন সংবাদ ভিত্তিক এই অনুষ্ঠানটি প্রযোজনা করছেন দীপু হাজরা। আগামীকাল সোমবার থেকে যা আরটিভিতে প্রচার হবে প্রতি সোমবার বিকাল ৫টায়। এমনটাই জানান প্রযোজক। কনিকার উপস্থাপনায় এই অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন পূজা চেরী। তিনি বলেন, ‘প্রথম অতিথি হতে পেরে সত্যিই ভালো লাগছে। একটি অনুষ্ঠানের প্রথম অতিথি হওয়াটাও অনেক আনন্দের।’ প্রযোজক দীপু জানান, প্রথম পর্বের অতিথির সঙ্গে আলাপে উঠে আসবে সিনেমা ‘নাকফুলের কাব্য’র শুটিং স্মৃতি। পূজার সুখ-দুঃখ এবং গ্ল্যামারের গল্প। কিভাবে নিজেকে ফিট রেখেছেন সেই বিষয়েও আলোচনা করেন। সম্প্রতি থাইল্যান্ডে শুটিং করে আসা জোভানের সাথে পূজার কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ নেতিবাচক আলোচনার জন্ম দেয়। দর্শকদের জন্য তার ব্যাখ্যাও দিয়েছেন পূজা চেরী। প্রযোজকের ভাষায়, ‘এছাড়াও আলোচনায় একপর্যায়ে উঠে আসে শাকিব খানের সাথে পূজার লং ড্রাইভে যাওয়া ও ডিনারের বিষয়। কেন আমেরিকা যাচ্ছেন এই বিষয়টি জানার চেষ্টা করলে সেই কারণটিও উঠে আসে। এরকম নানা বিষয়ে প্রাণবন্ত আলোচনা করেন পূজা চেরী। আড্ডা গল্পের মধ্যেই জানতে চাইলে অনেক অজানা তথ্য জানান পূজা।’ অনুষ্ঠানটির রেকর্ডিং শেষে পূজা বলেন, ‘ভালো লাগছে এজন্য, অনেকদিন পর আমি মন খুলে আলোচনা করতে পেরেছি। কিছু বিষয়ে সুস্পষ্ট ভাবে আলোচনা করতে পেরেছি যা আমার ভক্তদের ভুল ধারনা থেকে বের হতে সহায়তা করবে। আমার দর্শকরা যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো নানান বিষয়ে না জেনেই আমাকে ভুল বুঝতে পারেন। আশাকরি অনুষ্ঠান দেখলে তাদের এই ভুল ধারনা আর থাকবে না।’