অনলাইন ডেস্ক :
কোলনে টিউমারে আক্রান্ত ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বৃহস্পতিবার তিনি বাসায় ফিরেছেন। কোলনে টিউমার থাকার কারণে তাকে কেমোথেরাপি নিতে হয়েছে। দুই সপ্তাহ ধরে তিনি সাও পাওলোর এক হাসপাতালে ভর্তি ছিলেন এই কিংবদন্তি। ৮১ বছরের এই সাবেক ফুটবলার আপাতত সুস্থ আছেন বলে জানা গেছে। গত ৪ সেপ্টেম্বর তার দেহে অস্ত্রোপচার করা হয়েছিল। এক মাস হাসপাতালে থাকার পর ছাড়া পেয়েছিলেন। কেমো নেওয়ার জন্য ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। শরীর খারাপ হওয়ায় পেলেকে এখন আর জনসমক্ষে এখন আর দেখা যায় না। ১৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে খেলা শুরু করেন পেলে। তিনটি বিশ্বকাপ (১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০) আছে তার দখলে। ১৯৭৭ সালে অবসর নেওয়ার আগে হাজারের উপর গোল করেছেন পেলে। গত ৯ ডিসেম্বর তিনি হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়েছিলেন। টানা দুই সপ্তাহ পর ছাড়া পেলেন পেলে।
আরও পড়ুন
ভারত টেস্টকে সামনে রেখে সংবাদ সম্মেলনে লিটন
বাংলাদেশের সাথে টেস্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্বেগ
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট সাকিবের বাজিমাত