October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 23rd, 2021, 2:37 am

অবশেষে ২১ মাস পর জামালের গায়েহলুদ!

নিজস্ব প্রতিবেদক:

গত বছরের ৬ জানুয়ারি বিয়ে করেছেন জামাল ভূঁইয়া। সেসময় অবশ্য শুধু আকদ সম্পন্ন হয়েছিল। এবার জাতীয় দলের অধিনায়ক স্ত্রী তাতিয়ানা আলীকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে আনছেন। রোববার জার্মানিতে তার স্ত্রীর পিত্রালয়ে অনুষ্ঠান হতে যাচ্ছে। তার আগে হয়ে গেলো জামালের গায়েহলুদ। একটু মজার ব্যাপারই, বিয়ের ২১ মাস পর গায়েহলুদ! মাত্রই মালেতে সাফ চ্যাম্পিয়নশিপ খেলেছেন জামাল। সেখানে নেপালের কাছে শেষ মুহূর্তে হেরে অস্কার ব্রুজনের দল ফাইনালে খেলতে পারেনি। আগামী নভেম্বরের শুরুতে শ্রীলঙ্কায় রয়েছে চারজাতির প্রতিযোগিতা। সেখানে খেলার আগে কিছুদিনের ছুটি। এই ফাঁকে বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলছেন ৩১ বছর বয়সী মিডফিল্ডার। জামালের চাচাতো ভাই জুনায়েদ ভূঁইয়াবলেছেন, ‘ডেনমার্কে জামালের হলুদের অনুষ্ঠান হয়েছে। রোববার মেয়ের জার্মানির বাসায় অনুষ্ঠান হতে যাচ্ছে। আর জামালের বিবাহত্তোর সংবধর্না ঢাকায় কিংবা কিশোরগঞ্জে হবে। সেটা হতে পারে আগামী জানুয়ারিতে।’ জামাল ভূঁইয়ার জন্ম ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে। বাবা ইনসান ভূঁইয়া ও মা রাজিয়া আক্তার ষাটের দশকের শেষ দিকে ডেনমার্কের কোপেনহেগেনে পাড়ি জমান। জামালের জন্ম ও বেড়ে ওঠা সেখানেই। ২০১১ সালে লাল-সবুজের টানে বাংলাদেশে খেলতে আসেন। ২০১৩ সাল থেকে নিয়মিত খেলছেন জাতীয় দলে। আর ২০১৮ সালে অধিনায়কত্বের আর্মব্যান্ড নিয়ে মাঠ মাতিয়ে যাচ্ছেন।