অনলাইন ডেস্ক :
টার্গেট ছিল ৩৮৮ রানের। বিনা উইকেটে ৩০ রান তুলে চতুর্থ দিন শেষ করা ইংল্যান্ডকে সিডনি টেস্ট জিততে হলে রোববার (৯ জানুয়ারী) শেষ দিনে করতে হতো আরো ৩৫৮ রান। চলতি অ্যাশেজে ইংলিশ ব্যাটিং লাইন-আপ যেভাবে বারবার ভেঙে পড়েছে, তাতে সবাই ধরেই নিয়েছিল যে চতুর্থ টেস্টও অস্ট্রেলিয়াই জিতে নেবে। কিন্তু অবিশ্বাস্য ব্যাটিংয়ে রোববার সেই টেস্ট ড্র করে ফেলল ইংল্যান্ড। যে কারণে তাদেরকে আর হোয়াইটওয়াশ হতে হচ্ছে না। জোড়া সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন উসমান খাজা। পঞ্চম দিন সকালে ক্ষতবিক্ষত পিচে ইংল্যান্ডের দুই ওপেনার হাসিব হামিদ (৯) এবং জ্যাক ক্রাউলি আরো ১৬ রান যোগ করেন। হাসিব হামিদ যথারীতি এই ইনিংসেও ব্যর্থতার পরিচয় দিলে জুটি ভাঙে। জ্যাক ক্রাউলি অবশ্য ১০০ বলে ৭৭ রানের দারুণ ইনিংস উপহার দেন। তবে তাঁকে কেউ সঙ্গ দিতে পারেননি। ৯৬ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক জো রুট এবং অলরাউন্ডার বেন স্টোকস ১৫২ বলে ৬০ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন। পঞ্চম উইকেটে জনি বেয়ারস্টো আর স্টোকসের জুটিতে ৩৭ রান এলেও তাঁরা কাটিয়ে দেন ৯৯ বল। ১২৩ বলে ৬০ রান করে নাথান লায়নের শিকার হন স্টোকস। রুট করেন ২৪ রান। ১৯৩ রানে ৫ উইকেট হারানোর পর ইংলিশরা ম্যাচ ড্রয়ের চেষ্টা করছিল। অষ্টম ব্যাটার হিসেবে জনি বেয়ারস্টো আউট হওয়ার পর সেই চেষ্টা ব্যর্থ হওয়ার জোগাড় হয়। তখনই অবিশ্বাস্য ব্যাটিং স্কিল দেখায় ইংল্যান্ডের লোয়ার অর্ডার। জ্যাক লিচ (২৬) আর পেস তারকা স্টুয়ার্ট ব্রড (৮*) নবম উইকেটে গড়েন ৫২ বলে ৩৩ রানের জুটি। পার্টটাইম বোলার স্টিভেন স্মিথের বলে লিচ আউট হতেই অস্ট্রেলিয়া শিবিরে উল্লাস শুরু হয়। দিনের তখনো ১২ বল বাকি। ১১ নম্বর ব্যাটার হিসেবে আছেন জেমস অ্যান্ডারসন (৬ বলে ০*)। ইংল্যান্ডের পেস সুপারস্টার ব্যাট হাতে ত্রাতার ভূমিকা নেন। দুজনে মিলে ১২ বল কাটিয়ে দেন। জুটিতে কোনো রান আসেনি। এসেছে অবিশ্বাস্য এক ড্র। স্টুয়ার্ট ব্রডও ৩৫ বলে ৮* রান করে অপরাজিত থাকেন। চতুর্থ ম্যাচের শেষ দিনে এসে দেখা গেল সত্যিকারের অ্যাশেজ লড়াই। টেস্ট ক্রিকেটের অপার সৌন্দর্য এখানেই।
আরও পড়ুন
ভারত টেস্টকে সামনে রেখে সংবাদ সম্মেলনে লিটন
বাংলাদেশের সাথে টেস্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্বেগ
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট সাকিবের বাজিমাত