প্রখ্যাত অভিনেতা, পরিচালক ও নাট্যকার কায়েস চৌধুরী বৃহস্পতিবার রাতে তার ধানমন্ডির বাসায় মৃত্যুবরণ করেছেন।
হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর সন্ধ্যা সাড়ে সাতটায় প্রখ্যাত এই ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অ্যাক্টরস ইকুইটি বাংলাদেশের মহাসচিব আহসান হাবিব নাসিম জানান,কায়েস চৌধুরী তার নিয়মিত কিডনি ডায়ালাইসিস নিতে হাসপাতালে গিয়েছিলেন এবং বাড়ি ফেরার পর তিনি মারা যান।
অভিনেতার নামাজ-ই-জানাজা আজ শুক্রবার জুমার নামাজের পর ধানমণ্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার ভাগ্নে সালেহীন চৌধুরী।
কায়েস চৌধুরী প্রাথমিকভাবে টেলিভিশন অভিনয়ের জন্য পরিচিত ছিলেন।
তার অকাল মৃত্যুতে অভিনেতা রওনক হাসান, রাফিয়াথ রশিদ মিথিলা, সিয়াম আহমেদ এবং পরিচালক চয়নিকা চৌধুরী সহ বেশ কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।
–ইউএনবি
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ