April 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 11th, 2022, 7:30 pm

অভিনেত্রী নওশীন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেত্রী নওশীন নেহরিন মৌ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ অভিনেত্রী তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। গত সোমবার রাতে নওশীন তার ফেসবুকে লিখেনÑ‘কোভিড পজিটিভ।’ তবে নওশীনের বর আদনান ফারুক হিল্লোলসহ পরিবারের অন্য সদস্যরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে নওশীনের ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। গত বছরের ৫ জানুয়ারি নওশীন ফাইজার-বায়োএনটের টিকার প্রথম ডোজ নেন। এরপর দ্বিতীয় ডোজও গ্রহণ করেন এই অভিনেত্রী। দুই ডোজ টিকা গ্রহণের পরও এ ভাইরাসে আক্রান্ত হলেন নওশীন। নওশীন ব্যক্তিগত জীবনে অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে সংসার বেঁধেছেন। ছোট পর্দার এই তারকা দম্পতি অভিনয়ে এখন অনিয়মিত। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝে মধ্যে ছুটিতে দেশে আসলেও করোনা সংকট শুরুর আগে থেকেই তারা যুক্তরাষ্ট্রে রয়েছেন।