October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 31st, 2021, 8:13 pm

অভিনয়ে ফিরছেন শাহরুখ খান

অনলাইন ডেস্ক :

ঘরে ফিরেছে ছেলে। প্রকাশ্যে উচ্ছ্বাস না দেখালেও কিং খানের জীবনে যে আনন্দ ফিরেছে, তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। প্রমাণও মিললো বলিউড পাড়ার খবরে। জানা গেছে, ‘বাবা’ শাহরুখ খান দ্রুত ফিরে আসছেন ‘অভিনেতা’ শাহরুখ হয়ে। ছবির শুটিং শুরু করবেন আরিয়ান খানের জন্মদিনের পর। বোম্বে হাইকোর্ট রায় শোনানোর পরেই ‘পাঠান’ এবং ‘আতলি’র ছবির শুটিং ফের শুরু করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রযোজকরা। ‘আতলি’র শুটিং শেষ করে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের সঙ্গে ‘পাঠান’-এর জন্য স্পেন এবং রাশিয়ায় যাবেন শাহরুখ। ‘বাদশা’ জানিয়েছেন, আরিয়ানের জন্মদিনের পর কাজ শুরু করবেন তিনি। এই কয়েকটা দিন কাটাবেন নিজের পরিবারের সঙ্গে। ১৩ই নভেম্বর আরিয়ানের জন্মদিন। তার আগে শাহরুখ-পুত্রের জামিন হবে কিনা, আতঙ্কিত ছিল খান পরিবার। স্বস্তি ফিরলো গত বৃহস্পতিবার, বোম্বে হাইকোর্টের রায়ে। ফলে নিজের জন্মদিন, বাবার জন্মদিন এবং দীপাবলির উৎসব বাড়িতেই কাটাতে পারবেন ২৩ বছরের তারকা-সন্তান। দিনকয়েক আগে আরিয়ান জেলবন্দি থাকাকালীন খান-পরিবারের এক বন্ধু বলেন, জন্মদিনের আগে আরিয়ান জামিন না পেলে বিশেষ দিনে তাকে জেলেই কাটাতে হবে। সে কথা ভেবেই আমরা আতঙ্কিত। সেই আতঙ্ক কাটল অবশেষে। জামিন পেয়ে বাড়ি ফিরলেন আরিয়ান। ২৮ দিন পরে। তার আগে, ২রা নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। প্রতি বছর এই দিনে ‘মান্নত’-এর সামনে ভক্তদের ভিড় জমে। নিজের বাড়ির বারান্দায় এসে দাঁড়ান কিং খান। হাত নাড়েন, ভালোবাসা জানান ভক্তদের। এবার সেই আনন্দ উৎসবে কতটা মাতবে ‘মান্নত’, সে প্রশ্ন উঠেছিল। উদ্বেগের মেঘ কেটে এ বার জোর কদমে শুরু হয়ে গিয়েছে ‘বাদশা’র জন্মদিনের প্রস্তুতি।