October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 22nd, 2023, 7:46 pm

অরুণা বিশ্বাস পাচ্ছেন শিল্পকলা পদক ২০২২

অনলাইন ডেস্ক :

এ বছর শিল্পকলা পদকে ভূষিত হলেন গুণী অভিনেত্রী-নির্মাতা অরুণা বিশ্বাস। যাত্রাশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের জন্য শিল্পকলা পদক-২০২২ প্রদান করা হচ্ছে তাকে। পুরস্কার প্রাপ্তির এই খবর পাওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে অরুণা বিশ্বাস বলেন, ‘আমার কাছে এই সম্মাননাটা সত্যিই সারপ্রাইজের মতো। জীবনে কোনো লবিং ছাড়াই এমন স্বীকৃতি পাবো ভাবিনি! সত্যিই আমি কৃতজ্ঞ। আজ এটুকু এভাবে বিশ্বাস করতে হচ্ছে যে, এক জীবনে নিষ্ঠার সাথে কাজ করে গেলে কোনোকিছুই ফেলনা যায় না। বাবার কাছ থেকেও যেমন সেই শিক্ষাটাই পেয়েছি। আজীবন সেভাবেই কাজ করে যেতে চাই।’ উল্লেখ্য, সম্প্রতি অরুণা বিশ্বাস তার প্রথম পরিচালিত চলচ্চিত্র মুক্তি দিয়েছে।

‘অসম্ভব’ নামের এই চলচ্চিত্রটি এরই ভেতরে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও দীর্ঘ ক্যারিয়ারে এই অভিনেত্রী প্রায় ৫ শতাধিক নাটক নির্মাণ ও প্রযোজনা করেছেন। অরুণা বিশ্বাসের বাবা কিংবদন্তী অমলেন্দু বিশ্বাসকে বাংলাদেশি যাত্রাশিল্পের পথিকৃত বলা হয়। অমলেন্দু বিশ্বাসের হাত ধরে এই ইন্ডাস্ট্রিতে একাধিক শিল্পীর আবির্ভাব হয়েছে। নিজের প্রথম চলচ্চিত্র ‘অসম্ভব’-এর পর নতুন কোনো কাজ আসছে কি-না এমন প্রশ্নে অরুণা বিশ্বাস বলেন, ‘একটানা কাজ করে যাচ্ছি। এর ভেতরে নিজের অভিনয় ব্যস্ততার কারণে নির্মাণ কিছুটা থেমে আছে। তবে নতুন ছবির গল্প রেডি করছি। এই শিল্পচর্চাটাই তো জানি। অন্যকিছু তো জীবনে শিখিনি। আজীবন এই কাজটিকে পেশা ও নেশা হিসেবে লালন করে যেতে চাই।’