October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 28th, 2022, 7:30 pm

অর্থের জন্য সব করতে পারি : অক্ষয়

অনলাইন ডেস্ক :

বলিউডে বছরে সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করা তারকাদের নাম এলে সবার প্রথমেই যার কথা মাথায় আসে তিনি অক্ষয় কুমার। তবে সবচেয়ে বেশি সিনেমায় কাজের জন্যই যে তার নাম আসবে তেমনটি নয়। অক্ষয় বলিউডের অন্যতম ভার্সাটাইল অভিনেতাও। সব ধরনের চরিত্রেই নিজেকে ঢেলে সাজাতে পারেন এই তারকা। অক্ষয় কুমার এখন ব্যস্ত সময় পার করছেন তার আসন্ন সিনেমা ‘রক্ষা বন্ধন’-এর প্রমোশনে। আর প্রমোশনে গিয়েই অক্ষয় দিচ্ছেন নানা রকম প্রশ্নের উত্তর। অক্ষয় বলেন, তিনি কখনোই কাজ করতে না করেন না, তা চলচ্চিত্র, কোনো অনুষ্ঠান বা কোনো বিজ্ঞাপনের জন্যই হোক না কেন। বেশি সিনেমা করার প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘মানুষ আমাকে বলে আপনি কেন এক বছরে এতগুলো ছবি করেন? আমি আমার জীবনে তিনটি জিনিস বুঝতে পেরেছি: কাম, কামায়ি অর কার্মা অর্থাৎ কাজ, অর্থ এবং কর্মফল। আমি খুব পরিশ্রম করি, যতটা পারি তাই আয় করতে পারি। আমার পথে আসা কোনো কাজকে আমি না বলি না। ভূমিকা কী, কোন ঘটনা বা বিজ্ঞাপন এটি কোনো ব্যাপার নয়। কারণ, কাজ অর্থ নিয়ে আসে এবং আমি সেই অর্থ দিয়ে ভালো কাজ করার চেষ্টা করি। সুতরাং আপনি যতটা কাজ করেন, তত বেশি উপার্জন করেন এবং আপনি সমাজকে আরও অনেক বেশি ফিরিয়ে দেন এবং আমি মনে করি না এতে কোনো ভুল আছে।’ আনন্দ এল রাই পরিচালিত অক্ষয় ও ভূমি পেডনেকার অভিনীত সিনেমা ‘রক্ষা বন্ধন’ ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস