November 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 29th, 2022, 7:23 pm

অর্ধনগ্ন ফটোশুটে আবারও আলোচনায় কাজল

অনলাইন ডেস্ক :

অর্ধনগ্ন ফটোশুট নিয়ে ফের বিতর্কের মুখে পড়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। প্রায় এক যুগ পর পুরোনো এই বিতর্ক সামনে এনেছেন কাজল নিজেই। এ ঘটনা ২০১১ সালের। একটি ম্যাগাজিনের জন্য করা কাজলের অর্ধনগ্ন ফটোশুটটি বিতর্ক সৃষ্টি করেছিল। ওই ম্যাগাজিনের প্রচ্ছনে ব্যবহার করা হয় ছবিটি। যে ছবিতে নিজের দুই হাত দিয়ে ঊর্ধ্বাঙ্গ ঢেকেছিলেন এই নায়িকা। আর এই ছবি প্রকাশ্যে আসার পর তৈরি হয় বিতর্ক। প্রায় এক যুগ পর সেই বিতর্ক নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কাজল। হিন্দুস্তান টাইমসকে কাজল আগরওয়াল বলেন ‘এই ধরনের কোনো ফটোশুট আমি কখনো করিনি। প্রচারের জন্য ওই পত্রিকা আমার ছবিকে বিকৃত করেছিল।’ যদিও ওই পত্রিকা এক বিবৃতিতে দাবি করে, তারা কখনো কারো ছবি বিকৃত করেনি। ২০২০ সালের ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিসলুকে বিয়ে করেন কাজল। চলতি বছর জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান এই অভিনেত্রী। গত ১৯ এপ্রিল পুত্রসন্তানের মা হন তিনি। পুত্রের নাম রেখেছেন নীল কিচলু। আপাতত সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।